রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০০:৪৮

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সম্ভাব্য টেস্ট ও ওয়ানডে দলে রয়েছে কারা?

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সম্ভাব্য টেস্ট ও ওয়ানডে দলে রয়েছে কারা?

স্পোর্টস ডেস্ক : ঢাকায় আসার আগে দুই দেশের স্কোয়াড সাজানোর কাজ তো চলছে। যে কোনো সময় দুই দেশের ক্রিকেট বোর্ড এই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে। স্কোয়াডে বাংলাদেশের দলে থাকবে চমক।  

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সম্ভাব্য টেস্ট ও ওয়ানডে দলে রয়েছে কারা? এখন সেটা এক মুখ্য প্রশ্ন।

তবে বৃটিশ গণমাধ্যম বলছে, কিছু খেলোয়াড় নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ সফরে এক ঝাঁক নতুন মুখের আবির্ভাব ঘটবে। এর মধ্যে আছেন বেশ কয়েকদিন ধরে আলোচিত, বৃটিশ গণমাধ্যমে ‘বেবি বয়কট’ নামে পরিচিত হাসিব হামিদ।

ইয়ন মরগ্যান না থাকায় ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন জশ বাটলার। সেক্ষেত্রে টেস্টে তার উপর থেকে উইকেটরক্ষনের চাপ কমাতে দেখা যেতে পারে সারে’র বেন ফোকসকে। সাথে জনি বেয়ার স্টো তো থাকছেনই।

এছাড়া কাউন্টিতে পারফর্ম করা অনেক ক্রিকেটারই সুযোগ পেতে পারেন বাংলাদেশে। স্পেশালিস্ট স্পিনার হিসেবে টেস্টে সুযোগ পেয়ে যেতে পারেন লিয়াম ডওসন। আর এখানে তার প্রতিদ্বন্দ্বী ৩৮ বছর বয়সী গ্যারেথ ব্যাটি।

টেস্ট স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালান্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, জস বাটলার (অথবা ফোয়াকস), লিয়াম ডওসন ও বেন ডাকেট।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, মঈন আলী, বেন স্টোকস, স্যাম বিলিংস, লিয়াম ডওসন, আদিল রশিদ, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান ও বেন ডাকেট।
১১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে