রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০১:২৫

নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক

নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: মেয়েদের ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক অর্জন করেছেন রুমানা আহমেদ।

শনিবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে তিনি এই কীর্তি গড়েন।

এদিন চার নম্বরে ব্যাট করতে নামা রুমানা আহমেদ প্রথম বলেই আইরিশ পেসার অ্যামি কেনেলির বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরলেও বল হাতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন তিনি। ৭.৫ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন  হ্যাটট্রিক।

নারীদের ক্রিকেটে এটি নবম হ্যাটট্রিকের নজির। শ ব্রিজ লোয়ার গ্রাউন্ডে তিনি পরপর তিন বলে এলডিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আইরিশদের কিম গার্থ, ক্লেয়ার শিলিংটন ও ম্যারি ওয়ালড্রনকে।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে