রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫৭:১৫

সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার

সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ভারত জাতীয় দল থেকে এখনো অবসর নেননি। দাপিয়ে খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট লিগেও। তাতে কি? ক্রিকেটের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন প্রাবীণ কুমার। উত্তরপ্রদেশের ২৯ বছর বয়সী এই ক্রিকেটার নাম লেখালেন রাজ্যের শাসক দল সমাজবাদী পার্টিতে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দেন প্রাবীণ। এবার গুঞ্জন উঠেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি তাকে প্রার্থীও করতে পারে। সেটা হলে অনন্য নজির গড়বেন তিনি। খেলোয়াড়ী জীবনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার স্বাদ নেবেন প্রাবীণ।

এর আগে খেলা ছেড়ে দেয়ার পর রাজনীতিতে যোগ দিয়েছেন রাজ্যবর্ধন সিং রাঠোর, নভজোত সিং সিধু, মোহাম্মদ আজহারউদ্দিন, বাইচুং ভাটিয়া, দিলীপ তির্কেসহ অনেকেই। কিন্তু প্রাবীণ আগেভাগেই নাম জড়ালেন রাজনীতিতে।

প্রসঙ্গত, ভারত জাতীয় দলের হয়ে ৬৮টি ওয়ানডে খেলেছেন প্রাবীণ। পকেটে পুরেছেন ৭৭ উইকেট। ৬টি টেস্ট খেলে নিয়েছেন ২৭ উইকেট। টি-টোয়েন্টি খেলেছেন ১০টি। নামের পাশে যোগ করেছেন ৮ উইকেট।-জিনিউজ
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে