রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩১:১১

প্যারালিম্পিকে সবচেয়ে বেশি সোনা জিতছে কোন দেশ জানেন?

প্যারালিম্পিকে সবচেয়ে বেশি সোনা জিতছে কোন দেশ জানেন?

স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মকালীন অলিম্পিকে হয়নি, কিন্তু প্যারালিম্পিক হচ্ছে। গতবার লন্ডনের মত এবারের রিও প্যারালিম্পিকেও পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন। প্রথম তিন দিনেই বাকিদের থেকে চীন এতটাই এগিয়ে যে, এখন থেকেই বলে দেয়া যায় বড় ধরণের কোনো অঘটন না ঘটলে এবারো তারা পদক তালিকায় সবার ওপরে থাকবে।

এখনো পর্যন্ত চীনের প্যারা অ্যাথলিটরা জিতেছেন ২৬টি সোনা, ২৪টি রূপো এবং ১৯টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক। আর সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। ব্রিটিশরা ১৫টি সোনাসহ জিতেছে মোট ৩৫টি পদক। তিনে থাকা ইউক্রেন জিতেছে ১২টি সোনা। রিও গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক তালিকায় সবার আগে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র প্যারালিম্পিকে এখনো পর্যন্ত ৮টি সোনা জিতেছে। ১টি সোনা এবং ১টি ব্রোঞ্জ জিতে ভারত সেই তালিকায় রয়েছে ৩২ নম্বরে।

কিন্তু প্যারালিম্পিকে চীনের এমন আধিপত্যের কারণ কী? এখানেও ওঠে সেই পরিকাঠামোর প্রশ্ন। আর একটা কথা শোনা যায় চীনের প্যারা অ্যাথলিটদের নাকি সাধারণ অ্যাথলিটদের সঙ্গে প্র্যাকটিশ করতে হয়, ম্যাচ খেলতে হয়। জিতলে তবেই তাদের প্রশিক্ষণের পিছনে অর্থ ব্যয় করা হয়।
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে