রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০৬:৪৩

টাইগারদের ঈদ, ঈদে টাইগাররা

টাইগারদের ঈদ, ঈদে টাইগাররা

রবিউল ইসলাম: ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দের মোহনায় মিশে যাওয়া। এই আনন্দ উপভোগ করার জন্যই মানুষ ছোটে নাড়ির টানে। এই উৎসবের বাইরে নন বাংলাদেশের ক্রিকেটাররাও। ঈদের খুশি পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে তারাও ছুটে গেছেন নিজ নিজ এলাকায়। আর দশটা মানুষের মতো ঈদ উপভোগ করবেন তাই মাশরাফি-সাকিবরাও। প্রায় দুই মাস কন্ডিশনিং ক্যাম্পে থাকা ক্রিকেটাররা ১১ দিন ছুটি কাটিয়ে ১৮ সেপ্টেম্বর ফিরবেন ক্যাম্পে। আপতত ক্রিকেট নয়, ব্যস্ততা তাদের ঈদ নিয়ে। কিভাবে কাটাবেন তারা এই ঈদ, জানতে ইচ্ছে করছে নিশ্চয়! সেটা জানাতেই এই বিশেষ আয়োজন-

মাশরাফি বিন মর্তুজা: রবিবার ভোরে স্ত্রী-সন্তানদের নিয়ে নড়াইলে ঈদ উদযাপন করতে গেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি ঈদের আনন্দ পবিরারের সঙ্গে ভাগাভাগি করে নিতে মুখিয়ে থাকেন সব সময়। বাংলাদেশে থাকলে ঈদটা তার কাটে জন্মস্থান নড়াইলে। ঈদের দিন স্থানীয় মসজিদে নামাজ শেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধদের সঙ্গে ‘ঈদ মিলন’ সারবেন বাংলাদেশের সীমিত ওভারের এই অধিনায়ক। ঢাকায় ফিরবেন ১৬-১৭ তারিখে। সবসময় বিমানে গেলেও এবার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে গাড়িতেই নড়াইলে পৌঁছেছেন রঙ্গিন পোষাকের অধিনায়ক।


সাকিব আল হাসান: নাড়ির টানে ছুটেছেন সাকিব আল হাসানও। ঈদ করবেন তিনি মাগুড়াতে। শুক্রবার বিকালে বিমানযোগে স্ত্রী শিশির ও মেয়ে অব্রিকে নিয়ে মাগুড়া পৌঁছেছেন; ফিরবেন সম্ভবত ১৬ সেপ্টেম্বর ক্যাম্প শুরু হওয়ার আগেই। সাকিবের জন্য এবার বাড়তি আনন্দ যোগ হচ্ছে মেয়ের সঙ্গে নিজের জন্মস্থানে প্রথমবার ঈদ করছেন বলে। রোজার ঈদে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন সাকিব, তার মাঝে দুইদিনের জন্য ঢাকায় এসেছিলেন অবশ্য এই অলরাউন্ডার। অব্রি দাদা-দাদীর সঙ্গে প্রথমবার ঈদ উদযাপন করতে যাচ্ছে, তাই বাড়তি আনন্দ ছুঁয়ে যাচ্ছে সাকিবকে।

মুশফিকুর রহিম: বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবারের ঈদটি কাটাবেন নিজ শহর বগুড়ায়। শুক্রবার আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে স্ত্রী মন্ডিকে নিয়ে বগুড়ায় পৌঁছেছেন তিনি। মুশফিকের বাবা মাহবুব হামিদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ছেলে পরশু এসেছে। ঈদের দিন বগুড়ায় স্থানীয় মসজিদে নামাজ পড়বে। ঢাকায় ফিরবে ১৭ সেপ্টেম্বর। মুশফিক আসার আগেই কোরবানির গরু কিনে ফেলেছি।’

তামিম ইকবাল: আলাদা নন তিনিও। বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালও ঈদ করবেন জন্মস্থান চট্টগ্রামে। শুক্রবার ছেলে আরহাম ও স্ত্রী আয়েশাকে নিয়ে চট্টগ্রামে গেছেন তিনি। সাকিবের মেয়ে অব্রির মতো তামিমের ছেলে আরহামও দাদা-দাদীর বাড়িতে ঈদ করবে প্রথমবার। এই ভালো লাগা ছুয়ে যাচ্ছে বাবা তামিমকে, ‘ওর (আরহাম) জন্য অবশ্যই স্পেশাল ঈদ। বাংলাদেশে ওর প্রথম ঈদ । আগের ঈদে ও দেশের বাইরে ছিলো। পরিবারের সঙ্গে প্রথম ঈদ।’ তামিমের কাছে তাই, ‘এটা অবশ্যই ওর জন্য স্পেশাল থাকবে। অবশ্যই এটা ওর জন্য মনে রাখার মতো জিনিসও হবে।’ রোজার ঈদে দেশে থাকতে না পারায় এই ঈদটা তামিমের জন্য আনন্দের। আবার পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ পাচ্ছেন যে। যৌথ পরিবার হওয়ায় ঈদ বাড়তি আনন্দ যোগ করে তামিমের মনে।

তাসকিন আহমেদ: নাড়ির টানে প্রায় সব ক্রিকেটারই ছুটে গেছেন গ্রামের বাড়িতে। ব্যকিক্রম শুধু তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসার ঈদ করবেন যে ঢাকায়। অবশ্য জন্ম যেহেতু ঢাকায়, তাই নাড়ির টানটা তার এখানেই। বেড়ে উঠা মোহাম্মদপুরের বাসাতেই পরিবারের সঙ্গে ঈদটা কাটাবেন তাসকিন। রবিবার রাতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে দেশে ফেরার কথা তাসকিনের। পরীক্ষা ভালো হওয়ার কারণে স্বভাবতই দারুণ ঈদ কাটবে তাসকিনের। বন্ধুদের নিয়ে আড্ডা দিতে ভীষণ পছন্দ করেন  তাসকিন। এবারের ঈদেও সেটার বদল হওয়ার কথা নয়।

মুস্তাফিজুর রহমান : বৃহস্পতিবার গভীর রাতে জন্মস্থান তেঁতুলিয়ায় পৌঁছান। ঈদটা তিনি কাটাবেন এখানেই। ঈদের নামাজ আদায় করে সাধারণত বাড়ির বাইরে যান না মুস্তাফিজ। এবারও কোরবানির পর বাসায় থাকবেন বলে জানিয়েছেন তিনি। ছুটি কাটিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা তার।

নাসির হোসেন : রংপুরে নিজ গ্রামে ঈদ উদযাপন করতে গত ৬ সেপ্টেম্বর রাতেই ঢাকা ছেড়েছেন নাসির হোসেন। ক্যাম্পের শেষ দিনে প্রস্তুতি ম্যাচটি খেলেই বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। ঈদের দিন সকালে স্থানীয় মসজিদে নামাজ আদায় করবেন নাসির। এর পর অন্য সবার মতোই কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন নাসির। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচী শুরু হওয়ার আগে ঈদুল আযহার ছুটিটাকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন নাসির।

সাব্বির রহমান : তরুণ অলরাউন্ডার সাব্বিরের ঈদ কাটবে নিজ শহর রাজশাহীতে। ৭ সেপ্টেম্বর তিনি ঢাকা ছাড়েন, ফিরবেন ১৬ সেপ্টেম্বর রাতে। পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবের সঙ্গে ঈদের আনন্দ ভাগভাগি করবেন বলে জানিয়েছেন তিনি। প্রথমবারের মতো নিজে কোরবানি দিচ্ছেন সাব্বির। নিজে হাটে গিয়ে গরুও কিনে এনেছেন তরুণ এই অলরাউন্ডার। প্রথমবারের মতো নিজের আয়ের টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন বলে তাই উচ্ছ্বাসটাও একটু বেশি। বাংলা ট্রিবিউনকে এই কথাটা জানানোর সঙ্গে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতেও ভুল করেননি এই ব্যাটসম্যান।

রুবেল হোসেন : রোজার ঈদের মতো এবারও বাগেরহাটে ঈদ করবেন জাতীয় দলের বোলার রুবেল হোসেন। অবশ্য সব সময়ই বাড়িতে ঈদ করেন এই পেসার। চলমান ক্যাম্প শেষ হতেই ৮ সেপ্টেম্বর বাগেরহাটের চলে গেছেন তিনি। ফিরবেন ১৭ সেপ্টম্বর ক্যাম্প শুরু হওয়ার আগের দিন। সকাল বেলা কোরবানি নিয়ে ব্যস্ত থাকলেও সন্ধ্যার পর বন্ধুদের নিয়ে আড্ডায় বসবেন জাতীয় দলের এই পেসার। পরে হয়তো স্ত্রীকে নিয়ে বাগেরহাট শহরটা দেবেন চক্কর। যাবেন শশুড়বাড়িও।

আল আমিন হোসেন : ঝিনাইদাহের ক্রিকেটার আল আমিন। কখনোই বাড়ির বাইরে ঈদ করা হয়নি তার। জাতীয় দলের ব্যস্ততা না থাকালে মা-বাবা ছাড়া ঈদ করার বিষয়টি কল্পনাও করেন না তিনি। তাই ক্যাম্প ছুটি হওয়ার পর আর একটা দিনও অপেক্ষা করেননি তিনি, বাড়িতে পৌঁছান ৭ সেপ্টেম্বরই। ঈদের পরিকল্পনাও সেরে রেখেছেন তিনি, ‘কোরবানি দিতে দিতেই তো বেলা শেষ হয়। এর পরও যে সময়টুকু পাবো বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার ইচ্ছা আছে। পরের দিন হয়তো আত্মীয়-স্বজনদের বাড়িতে যাবো।’

ইমরুল কায়েস : ইমরুল ঈদ করবেন মেহেরপুরে। শুক্রবার দুপুরে মেহেরপুরের পৌঁছানো ইমরুল ঢাকায় ফিরতে ফিরতে ১৭ সেপ্টেম্বর। ঈদটা তার সব সময়ই ভালো কাটে। খুব বেশি পরিকল্পনা না থাকলেও ঈদের নামাজ শেষ করে আত্মীয়-বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলা চাই-ই চাই এই ওপেনারের। জাতীয় দলের ব্যস্ততা না থাকলে কখনোই মেহেরপুরের বাইরে ঈদ করা হয়নি ইমরুলের।

এনামুল হক : জাতীয় দলের ওপেনার এনামুল হক ঈদ করতে গেছেন কুষ্টিয়ায়। শনিবার গরুও কিনে ফেলেছেন হাটে গিয়ে। এবারের ঈদটি বাড়তি দারুণ কাটবে বলেই জানিয়েছেন তিনি। কারণও আছে। অনেক দিন দেখা হয়নি এমন কাজিনদের  সঙ্গে কাটাবেন যে ঈদটা। এর ফাঁকে ব্যাট-বল নিয়ে মাঠেও কিন্তু নামবেন এনামুল। না তেমন কোন ম্যাচ নয়, ‘ভাই-বন্ধুদের’ সঙ্গে প্রীতি ম্যাচ আর কী! বোঝাই যাচ্ছে ঈদ নিয়ে তিনি কতটা উচ্ছ্বসিত।-বাংলা ট্রিবিউন
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে