সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩০:০৭

এখন থেকে গানও গাইবেন নেইমার

এখন থেকে গানও গাইবেন নেইমার

স্পোর্টস ডেস্ক : এই বুধবার আমি আমার সঙ্গীত ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি। আমি আমার প্রথম গান ফেসবুকে রিলিজ করতে যাচ্ছি। এটির (অ্যালবাম) নাম হবে নেইমিউসিকো। শেয়ার করুন।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে রোববার বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারর নিজেই এমনটি জানিয়েছেন।

সঙ্গীতের প্রতি নেইমারের টান নতুন কিছু নয়। বেশ কয়েকবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্রাজিলের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে তাকে ছবি পোস্ট করতে দেখা গেছে। এমনকি বেশ কয়েকটি কনসার্টে গলা ছেড়ে গানও গেয়েছেন তিনি। এছাড়া অসাধারণ পিয়ানো বাজাতে পারেন তিনি।

সঙ্গীতে পা রাখার মধ্য দিয়ে স্বদেশি কিংবদন্তি তারকা ও তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলের পদাঙ্ক অনুসরণ করলেন নেইমার। সম্প্রতি ‘হোপ বা আশা’ (এসপারেংকা) নামক একটি গানের অ্যালবাম বের করেন কালো মানিক। সদ্য শেষ হওয়া রিও অলিম্পিককে সামনে রেখে গানটি কম্পোজ করেন পেলে।

বর্তমান ফুটবলারদের মধ্যে নেইমার সঙ্গীত জগতে প্রবেশ করা প্রথম খেলোয়াড় নন। এর আগে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হোসে রদ্রিগেজ লুইসও সঙ্গীতে পা রাখেন।
১২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে