সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:২৮:৪০

‘ও খেলা ছাড়বে ভাবতেই কষ্ট লাগে’

‘ও খেলা ছাড়বে ভাবতেই কষ্ট লাগে’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের বড় তারকাদের একজন হলেন জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাবার গোলাম মুর্তজার সাথে তার সম্পর্ক একেবারে বন্ধুর মতো।

সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গোলাম মুর্তজা বলেছেন, আমি সব সময়ই ওর সঙ্গে আছি। একদম অনূর্ধ্ব-১৭ থেকে শুরু করে আজ পর্যন্ত। ও যেদিন খেলা ছাড়বে, আমার মনের অবস্থা যে কী হবে...জানি একদিন ছাড়তেই হবে। তবুও ভাবতেই কষ্ট লাগে।

তিনি বলেন, যা-ই হোক, আমার চিত্ত খুব একটা দুর্বল নয়। ভীষণ বাস্তববাদী আমি। ওর খেলা নিয়মিতই দেখি। খেলতে গেলে টেনশন থাকবেই। টেনশনকে সহনীয় পর্যায়ে রাখার ক্ষমতা আমার আছে।

তিনি আরো বলেন, মাশরাফির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যেমন মানুষকে কাছে পেয়ে অনেক সময় ছাড়তে চাই না, আচরণে তাকে নানাভাবে মুগ্ধ করার চেষ্টা করি। ওর আবার এমন নাটুকেপনা পছন্দ নয়। সে কিন্তু ভেতরে-ভেতরে মানুষকে ভীষণ ভালোবাসে। তবে সেটির নাটুকে বহিঃপ্রকাশ করে না।

সুযোগ পেলেই আমরা সবাই মিলে ঘোরাঘুরি করি উল্লেখ করে তিনি বলেন, এই তো গত এপ্রিলে পরিবারের সবাই মিলে কাশ্মীরে ঘুরে এলাম। অনেক মজা হলো। জীবনটাকে সুন্দর-সাবলীলভাবে উপভোগ করতে চাই আমরা।
১২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে