বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০৭:১১

বাংলাদেশে আসছে না ইংল্যান্ডের বার্মি-আর্মি

বাংলাদেশে আসছে না ইংল্যান্ডের বার্মি-আর্মি

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তার কারণে বাংলাদেশে আসছে না ইংল্যান্ড ক্রিকেট দলের জনপ্রিয় সমর্থক গোষ্ঠী ‘বার্মি-আর্মি’। নিজেদের গ্রুপ ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ কথা জানায় বার্মি-আর্মি।

ঐ বিবৃতিতে বার্মি-আর্মি জানায়, সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কষ্টকর। তাই বাংলাদেশে সফরে আমরা যেতে পারছি না। দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রামের হোটেলের তালিকা আমরা পেয়েছি। ঐসব হোটেলে সার্বক্ষণিক পুলিশের নিরাপত্তা থাকবে। কিন্তু স্টেডিয়ামের পথে যাবার সময় নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিজেদেরকেই। সমর্থকদের নিরাপত্তা দেয়াটাও অনেক কঠিন কাজ।

এদিকে গত রোববার বাংলাদেশ সফরে না আসার চূড়ান্ত সিদ্বান্ত জানান ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়োইন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস। এবার সমর্থকগোষ্ঠী বার্মি-আর্মি’র এমন সিদ্বান্ত দুঃখজনকই বটে। এত কিছুর পরও আগামী শুক্রবার বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

আসন্ন বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে ইংল্যান্ড। আগামী ৭ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর ২০ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।
১৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে