বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:২৯:০৩

‘বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের’

‘বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের’

স্পোর্টস ডেস্ক : অনেক কষ্ট করেছি এক সময়। শ্যামলী থেকে মিরপুর স্টেডিয়াম যেতাম ৯ নম্বর বাসে। বড় ব্যাগের জন্য  সমস্যা হতো। দুই সিটের ভাড়া দিতে হতো। এক সিটে ব্যাগ রাখতাম, আর একটাতে আমি বসতাম।

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এসব কথা বলেছেন।

আমাদের দলে এখন সাত থেকে আটজন ম্যাচ উইনার আছে উল্লেখ করে সাকিব বলেন, আমি চাই  দলে আরো সুপারস্টার আসুক। এ ধরনের সুপারস্টার যত বেশি থাকবে  বেশি জয়ের সম্ভাবনাও থাকবে তত।

তিনি বলেন, ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। ক্যারিয়ার তো শেষ হবেই একদিন। তখনও এ একটা জিনিসই আমার সঙ্গে থেকে যাবে। এদিক থেকে আমি অনেক ভাগ্যবান। এটা বড় পাওয়া।

তিনি আরো বলেন, আসলে আমি ব্যক্তিগত সাফল্য নিয়ে কখনোই চিন্তা করি না। চেষ্টা করি দলে অবদান রাখার। আমার কাছে ট্রফি জেতার টার্গেটই অনেক বেশি গুরুত্বপূর্ণ ও জরুরি। আমি তো মনে করি, আগামী বিশ্বকাপ হবে আমাদের সেরা বিশ্বকাপ। বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। আর ওই মানের ক্রিকেটারও আছে। সামনে তো আরো ক্রিকেটারও আসবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে মানের দল হওয়া দরকার আমরা তার খুব কাছাকাছিই আছি।
১৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে