বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৪৫:২২

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এবার বড়সড় ধাক্কা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এবার বড়সড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরিয়েই দেওয়া হল সাবেক ক্রিকেটার ফিল সিমন্সকে। গত সেপ্টেম্বরে তাকে সাময়িক সাসপেন্ড করা হয়েছিল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের একদিনের ক্রিকেট দলে ডোয়েইন ব্র্যাভো, কিয়েরন পোলার্ডের জায়গা না হওয়ায় ক্রিকেটার বাছাই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলায় তাকে এভাবে শাস্তি দিয়েছিল ক্রিকেট বোর্ড। তবে ক্ষমা চেয়ে নেওয়ায় দু মাস বাদে তাকে পদে ফেরানো হয়।

তার কোচিংয়ে বিশ্বকাপ টি-২০ প্রতিযোগিতায় বিশ্বসেরাও হয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার ৬ মাস বাদেই নেমে এলো অপসারণের খাড়া। বোর্ড জানিয়েছে, ১৮ মাস দায়িত্ব পালনের পর সিমন্সের সঙ্গে চুক্তিতে ইতি টেনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘সংস্কৃতি ও কৌশলগত দৃষ্টিভঙ্গি’তে মতপার্থক্যের জন্য।

বোর্ড বলেছে, ‘কোচের প্রকাশ্যে করা নানা বিবৃতি ও ঘরোয়া স্তরে তার মানসিকতা’ খতিয়ে দেখে গত শনিবার ডিরেক্টরদের বোর্ডের বৈঠকে সিমন্সের সঙ্গে ছাড়াছাড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে দলের ভার নেবেন টিম ম্যানেজার জোয়েল গার্নার ও দুই কোচ হেন্ডারসন স্প্রিংগার, রডি এস্টউইক।

দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ও ক্রিকেটারদের সাথে বোর্ড কর্মকর্তাদের ঝামেলা লেগেছিল। যার ফলে বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে গেইল-সামিরা অনেক ম্যাচ থেকে নিজেদেরকে সরিয়েও নিয়েছিল। এবার দলের কোচকে এভারে হঠাৎ বিনা কারণে সরিয়েই দেওয়ার ফলে আরো বড়সড় ধাক্কা হিসেবে দেখছে ক্রিকেট মহল।

১৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে