স্পোর্টস ডেস্ক: জঙ্গি তকমা কেলেংকারি নিয়ে অনেক দিন ধরে ধুকে ধুকে কাঁদছে পাকিস্তান ক্রিকেট। আন্তর্জাতিক দেশ গুলোর হাতে পায়ে ধরেও নিজ দেশে সফর করাতে পারছেন না। এছাড়া চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ভারতও জানিয়ে দিয়েছেন দুই দেশের মধ্যে রাজনৈতিক সমঝোতা না হলে তাদের মধ্যে কোন ম্যাচ হবে না।
হয়েছেও তাই। সীমান্ত উত্তেজনার কারণে স্থগিত হয়ে গেছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। বারবার ভারতের সঙ্গে আলোচনা, অনুরোধ করেও সুবিধা করতে পারছে না পাকিস্তান। এ নিয়ে বিরক্ত সাবেক-বর্তমান পাক ক্রিকেটাররাও। ক’দিন আগেই শহিদ আফ্রিদি এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করতে নিষেধ করেন। এবার একই পথে হাটলেন সাবেক পাক অধিনায়ক ইনজামাম-উল-হক।
সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন করে এসেছেন আলোচনায়। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়েই উঠে আসে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ প্রসঙ্গ।
পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ ভারতের পিছনে না ঘুরে অন্য বিদেশি দলকে এনে সিরিজ করার ব্যাপারে চিন্তা করা উচিত পিসিবির। এছাড়া সন্দেহ নেই যে ভারত ও পাকিস্তানের মধ্যে বেশি করে একে অপরের সঙ্গে খেলা প্রয়োজন।’
তবে সিরিজ হলে পাকিস্তানের সঙ্গে সঙ্গে ভারতেরও লাভ হবে বলে মনে করেন ইনজামাম-উল-হক।
এক্ষেত্রে পাক-ভারত সিরিজের প্রতিদ্বন্দ্বিতাকে মনে করিয়ে দিলেন তিনি। কিন্তু ভারত যদি না-ই আসে, সেক্ষেত্রে আর কিছু করার নেই বলে মনে করেন সাবেক অধিনায়ক। তাই বিসিসিআইয়ের পিছনে ঘুরতে পিসিবিকে উপদেশ দিয়েছেন তিনি।
বললেন, ‘ভারত যখন খেলতে আসতে চাইছে না তখন পিসিবি উচিৎ হচ্ছে না বিসিসিআই-এর পিছনে দৌড়ানো। বরং তাদের চেষ্টা করা উচিৎ এমন পরিবেশ তৈরি করা যাতে বিদেশি দল ফের পাকিস্তানে এসে খেলতে রাজি হয়।’
৪ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু