রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ১২:২৪:২১

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না আসায় যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না আসায় যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নেয় তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসি ক্রিকেট বোর্ডের হঠাৎ ইউটার্ন ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। তিনি এই বিষয়ে মুখ খুলেন রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযোগ তুলে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নেয় তখন কিভাবে দুটি হত্যাকাণ্ড ঘটে। ইতালীয় ও জাপনের নাগরিককে হত্যা করার বিষয়টি বিশেষ পরিকল্পিত বলে মন্তব্য প্রধানমন্ত্রীর।

শেখ হাসিনা বলেন, এই ঘটনার কারণে দেশের ক্রিকেটের সবকিছু শেষ হয়ে যাবে এটা নয়। আমাদের এগিয়ে যেতে হবে। পরে তিনি উল্লেখ করেন, আমেরিকায় স্কুলে প্রবেশ করে ১০ জন শিশুকে হত্যা করা হয়।

বারাক ওবামা এ ঘটনার পরে বলেন, আমাকে প্রতিদিন এই ধরনের বিষয় সামাল দিতে হয়। শেখ হাসিনা অস্ট্রেলিয়া প্রসঙ্গে দুটি হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করেন।

সে হিসাবে বাংলাদেশ বেশ ভালো বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের কোনো বিষয় নিয়ে বিশ্বমিডিয়া খুব মাতামাতি করে কিন্তু অন্য দেশের বিষয়ে নয়। প্রধানমন্ত্রীর প্রশ্ন এটা কেন হয়? প্রধানমন্ত্রী আশ্বাস দেন প্রতিটি হত্যার ঘটনার বিচার হচ্ছে ও হবে।
৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে