রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ১২:২৭:২২

‘বিপিএলে প্রভাব পড়বে না অস্ট্রেলিয়া না আসার ব্যাপারটি’

‘বিপিএলে প্রভাব পড়বে না অস্ট্রেলিয়া না আসার ব্যাপারটি’

স্পোর্টস ডেস্ক: দু’টি টেস্ট খেলতে ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশে আসার কথা থাকলেও জঙ্গি হামলার দোহায় দিয়ে বেঁকে বসেন তারা। এর পর থেকে বাংলাদেশ ক্রিকেটে চলছে শুধু একটাই আলোচনা। তা হলো অস্ট্রেলিয়া ক্রিকেট টিম কেন আসছে না বাংলাদেশে? জঙ্গি হামলাটা ঠুনকো অজুহাত নয় তো?

অজিদের না আসায় চরমভাবে ব্যাথিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি থেকে শুরু করে ক্রীড়াবোদ্ধারা। আর বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান তো বলছেন, ‘তাদের না আসার ছুতা অবাক হওয়ার মতো।’

কয়েক দিন পরই শুরু হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল।
 
এ বিষয়ে বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশ সফর না করার ফলে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আসার ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না।’
তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া না আসাতে খুব খারাপ হয়েছে। বাংলাদেশ ওয়ানডেতে অনেক ভালো করছিল। টেস্টেও ভালো করতে শুরু করেছিল। আমি জানি অস্ট্রেলিয়া আমাদের চেয়ে অনেক ভালো দল। কিন্তু এই মুহূর্তে আমাদের ভালো করার একটা সুযোগ ছিল। টেস্টে ভালো করলে বাংলাদেশের ক্রিকেটের খ্যাতি আরো ভালো হতো। ভবিষ্যতে আমরা আরো বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম।

তবে এই দুঃখে বসে থাকলে চলবে না। ঘরোয়া ক্রিকেটে সবাইকে নজর দিতে বলছেন তিনি। আর চলতি জাতীয় লিগটা নতুনদের জন্য বড় একটা সুযোগ হিসেবে দেখছেন আকরাম খান, ‘যারা জাতীয় দলে খেলবে বা ভবিষ্যতে খেলার সম্ভাবনা আছে তাদের জন্য এটা বড় সুযোগ। ভালো খেলোয়াড়ের সাথে খেলার সুযোগ পাচ্ছে তারা। যারা জাতীয় দলের বাইরে আছে তাদের মনোবলটা অনেক ভালো থাকবে। সাকিবের বিপক্ষে রান করা বা ভালো ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করা, এটা হলে অনেক কিছু শিখতে পারবে তারা।’
৪ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে