বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫৩:৫৭

এবারের বিপিএলের ম্যাচগুলো দেখাবে যে চ্যানেল

এবারের বিপিএলের ম্যাচগুলো দেখাবে যে চ্যানেল

স্পোর্টস ডেস্ক : ৪র্থ বিপিএলের আসর বসছে শিগগিরই। এবারের বিপিএল কোন চ্যানেলে দেখাবে এ নিয়ে ছিলো দীর্ঘ আলোচনা। বিসিবি এবার এই বিষয়টি পরিস্কার করেছে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর টেলিভিশন স্বত্ত্ব ভার্গো মিডিয়া লিমিটেডের চ্যানেল নাইন এর দখলে ছিলো। বিপিএলের প্রথম আসর থেকেই সবগুলো খেলা সম্প্রচার করে আসছে চ্যানেল নাইন।

কিন্তু বিপিএলের চতুর্থ আসরে সম্প্রচার স্বত্ত্ব হারাতে যাচ্ছে এই চ্যানেলটি- এমনটিই শোনা যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত বিপিএলের সম্প্রচারের দায়িত্বেই থাকছে চ্যানেল নাইন।
 
বুধবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে বিপিএলের চতুর্থ আসর আয়োজনের নানা বিষয় নিয়ে কথা বলেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান আফজাল-উর-রহমান সিনহা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

সেখানে সম্প্রচারের বিষয়টিও জানানো হয়। কিছুদিন আগে বকেয়া পরিশোধ নিয়ে চ্যানেল নাইনকে সম্প্রচার স্বত্ত্ব থেকে বাদ দেবার কথা উঠেছিলো। তবে বিসিবির দেয়া সব শর্ত মানায় ও বকেয়া পরিশোধ করায় বিপিএলের চতুর্থ আসরের সম্প্রচার স্বত্ব থাকছে ভার্গো মিডিয়া লিমিটেডের এই চ্যানেলটির কাছেই।
 
এপ্রসঙ্গে বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান আফজাল-উর-রহমান সিনহা বলেন, “আমাদের বিপিএল শুরু হয়েছে চ্যানেল নাইন দিয়েই। ওনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে ঝামেলা ছিল। উনাদের সঙ্গে এটা নিয়ে আজকে মিটিং হয়েছে। এই মিটিংয়ে এই সমস্যা সমাধান হয়েছে। আমরা যেভাবে চাচ্ছি উনারা এভাবে কাজ করবেন বলে জানিয়েছন।”

এবারের সম্প্রচারের দায়িত্বে চ্যানেল নাইন থাকলেও পরবর্তী তিন আসরের জন্য টেন্ডার করবে বিসিবি। এটি উল্লেখ করে আফজাল-উর-রহমান সিনহা বলেন, “আমরা একটা টেন্ডার করতে চাচ্ছিলাম পরবর্তী তিন আসরের জন্য। তাদের সঙ্গে আমাদের কিছু ঝামেলা ছিল। আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আসরটা চ্যানেল নাইনের কাছেই থাকবে। এর পরের তিনটা আসর আমরা টেন্ডারে যাব। আমরা এখন যা প্রপোজ করেছি, উনারা সবকিছু করতে রাজি।”

উল্লেখ্য, সাত দল নিয়ে এবারের বিপিএল শুরু হবে নভেম্বরের ৪ তারিখ। ঢাকা ও চট্টগ্রামে হবে সব ম্যাচ। এদিকে ৩০ সেপ্টেম্বর হবে খেলোয়াড় ড্রাফট।
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে