বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১০:৩৪

তাসকিন-সানির বোলিং রিপোর্ট আজ, কি আছে ভাগ্যে?

তাসকিন-সানির বোলিং রিপোর্ট আজ, কি আছে ভাগ্যে?

স্পোর্টস ডেস্ক : আরাফাত রহমান সানি ও তাসকিন আহমদের বোলিং রিপোর্ট বের হবে আজ (বৃহস্পতিবার)। কে জানে, কি আছে তাদের ভাগ্যে? বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর নাগাদ ফলাফল পাওয়া যেতে পারে।

এই ফলাফল হাতে পাওয়ার পর আফগানিস্তান সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করার সম্ভবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আফগানিস্তান সিরিজের জন্য ২০ সদস্যের দলে রয়েছে পেসার তাসকিন আহমেদের নাম। তবে, এই স্কোয়াডে নেই স্পিনার আরাফাত সানির নাম।

গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। গত মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই দুই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

এরপর তারা চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। কিন্তু উভয়ের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এরপর দেশে ফিরে দীর্ঘদিন বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন এই দুই বোলার। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না।
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে