বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৫১:০২

১৪ নম্বর কি তবে আলাউদ্দীন বাবু!

১৪ নম্বর কি তবে আলাউদ্দীন বাবু!

স্পোর্টস ডেস্ক: তাসকিনের রিপোর্ট আসেনি। তবে আসবে- এই বিশ্বাসে তাসকিনের জন্য জায়গা খালি রেখে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য ১৩ জনের দল সাজানো হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো, ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডের আগে কি তাসকিনের পরীক্ষার রিপোর্ট আসবে? সাধারনতঃ অ্যাকশন পরীক্ষা দেয়ার পর ১৪ থেকে ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্ট দেয়া হয়।

কিন্তু বৃহস্পতিবার ১৪ দিন পূর্ণ হলেও তাসকিনের রিপোর্ট হাতে পায়নি বিসিবি। ১৪ দিনে যখন আসেনি, তাই ভাবা হচ্ছে এখন ২১তম দিনের মাথায় আসতে পাওে সেই রিপোর্ট।

যদি ২১তম দিনের কথা ধরে নিই, তাহলে ২৯ সেপ্টেম্বরের আগে তাসকিনের রিপোর্ট আসার সম্ভাবনা খুব কম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ধারণা, ২৯ সেপ্টেম্বরের আগে তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে না।

যদি সত্যিই ২৯ সেপ্টেম্বরের আগে রিপোর্ট না আসে, তাহলে কি হবে? ততদিনে প্রথম দুই ওয়ানডে শেষ হয়ে যাবে।

বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ২৫ সেপ্টেম্বর। আর দ্বিতীয় ওয়ানডে ২৮ সেপ্টেম্বর। তার মানে, তাসকিন মুক্ত হলেও শেষ ম্যাচের আগে ছাড়া দলে ঢুকতে পারবেন না তিনি।

তাহলে প্রথম দুই ম্যাচে কি ১৩ জনের বহরই থাকবে? নাকি শেষ মুহুর্তে অন্য একজনকে নেয়া হবে? এমন প্রশ্ন ক্রিকেট অনুরাগীদের মনে।

সে প্রশ্নর জবাব আছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কন্ঠে। বৃহস্পতিবার বিকেলে বিসিবি থেকে বাসায় ফেরার পথে মিনহাজুল জাগো নিউজকে বলেন, ‘২৯ সেপ্টেম্বরের আগে যদি তাসকিনের রিপোর্ট না আসে, তাহলে আমরা শেষ মুহেুর্তে একজনকে নিয়েও নিতে পারি।’

সেই একজন কে? প্রধান নির্বাচক নাম বলেননি। তবে সেটা যে আল আমিন নন, তা বলেই দেয়া যায়। কারণ আল আমিনকে বাইরে রেখেই শফিউল ইসলাম সুহাসকে নেয়া হয়েছে।

আল-আমিন সম্পর্কে কিছু নেতিবাচক কথাও বলেছেন প্রধান নির্বাচক। যে কারণে তাকে না নেয়ারই সম্ভাবনা বেশি। তাহলে ১৪ জনের কোটা পূর্ণ করতে হলে তো আরও একজনকে নিতে হবে। মাশরাফি, রুবেল আর শফিউলের সাথে গঠন কম্বিনেশন ঠিক রাখতেই আর একজন পেসার দরকার।

যদি তাসকিনের রিপোর্ট ২৯ সেপ্টেম্বরের আগে নাই আসে, তাহলে আরেকজন পেসার হিসেবে আলাউদ্দীন বাবুর দলভূক্তির সম্ভাবনাই বেশি। কারণ ২০ জনের শর্টলিস্টে আল আমিন ছাড়া তিনিই কেবল পেস বোলার। যদিও ২০ জনের শর্ট লিস্টে আলাউদ্দীন বাবুকে সীমিং অলরাউন্ডারের কোটায় নেয়া হয়েছে।

তাই তাসকিনের খালি জায়গায় আল আমিনের বদলে আলাউদ্দীন বাবু ঢুকে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।-জাগো নিউজ
২২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে