স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে তারা সফরটি স্থগিত করেছে। পরে অবশ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশকে জানানো হয়, বাংলাদেশ যদি চায় তারা ভিন্ন ভ্যানুতে খেলতে চায়।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অজিদের এমন কথাকে সরাসরি না করে দেন। এখন তারা অস্ট্রেলিয়ার চিন্তা বাদ দিয়ে নভেম্বরে জিম্বাবুয়েকে বাংলাদেশে আনতে চাইছে। সে অনুযায়ী দেশটিকে প্রস্তাব দেয়ার চিন্তাভাবনা চলছে বলে বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।
সামনের জানুয়ারিতে জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা রয়েছে। ওই সফরে তিনটি টেস্ট এবং সাতটি ওয়ানডে খেলার কথা দুই দলের। কিন্তু বিসিবি চাইছে নভেম্বরে টেস্ট সিরিজ খেলে ফেলতে।
বিসিবি চাওয়া অনুযায়ী নভেম্বরে টেস্ট সিরিজ হয়ে যায় তবে পুণরায় জানুয়ারীতে টেস্ট হবে কিনা এ বিষয়ে কোন কিছু জানা যায়নি। তবে স্বভাবিকভাবে হওয়ার সম্ভবনায় কম।
উল্লেখ্য, ১১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা টাইগারদের।
৪ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু