শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৪:০০

বিশ্বে মাত্র চারটি দল খেলেছে ৫০০ টেস্ট

বিশ্বে মাত্র চারটি দল খেলেছে ৫০০ টেস্ট

স্পোর্টস ডেস্ক: কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০০-তম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। বিরাট কোহলিদের আগে মাত্র তিনটি দেশই ৫০০ বা তার বেশি টেস্ট ম্যাচ খেলেছে। দেখে নেওয়া যাক সেই দলগুলি কারা।

যে দেশটি সারা বিশ্বে ক্রিকেট খেলা ছড়িয়ে দিয়েছে, সেই ইংল্যান্ডই প্রথম ৫০০ টেস্ট খেলেছে। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর এখনও পর্যন্ত মোট ৯৭৬ টেস্ট খেলেছে ইংল্যান্ড। অন্য কোনও দল এত টেস্ট খেলেনি।

সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার দৌড়ে ইংল্যান্ডের ঠিক পরেই আছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট খেললেও, ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত মোট ৭৯১টি টেস্ট খেলেছে ডন ব্র্যাডম্যানের দেশ।

একসময় বিশ্ব ক্রিকেট কাঁপানো ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দল হিসেবে ৫০০ টেস্ট খেলার গৌরব অর্জন করেছে। এখনও পর্যন্ত ৫১৭টি টেস্ট খেলেছে ক্যারিবিয়ানরা।

ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৩২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫০০-তম টেস্ট শুরু হয়েছে গতকাল থেকে।-এবিপি আনন্দ
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে