স্পোর্টস ডেস্ক : বেশ আগেই ঘোষণা করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময়সূচি। সে সময়সূচিতে উল্লেখ ছিল এ বছরের ২৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল আসর। আর শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর।
তবে বিপিএল আসর নড়েচড়ে যাওয়ার বার্তা এসেছে এবার। বিপিএলের গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান জানান এই তথ্য।
তিনি জানান, ফাইনালে বিদেশী সুপারস্টারদের অংশ গ্রহণ নিশ্চিত করতে এগিয়ে আসছে বিপিএল আসর। নতুন সময়সূচিতে ২০ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর।
চেয়ারম্যান আফজালুর রহমান জানান, বিসিবির দেয়া ৭০ হাজার ডলারে গেইল-পিটারসেনদের দলে ভেড়ানো সম্ভব না হলেও নিয়ে চিন্তা দল মালিকদের। ৭ দল নয় ৬ দল নিয়ে হচ্ছে বিপিএল বলে ফের জানান তিনি।
নিরাপত্ত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি বিপিএলে কোনো ধরনের প্রভাব ফেলবে না। তথ্যসূত্র: চ্যানেল ২৪
৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর