শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০৮:২৬

বাংলাদেশকে আফগানিস্তানের হুঙ্কার

বাংলাদেশকে আফগানিস্তানের হুঙ্কার

স্পোর্টস ডেস্ক : গতকাল প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সফরের দারুণ সূচনা করেছে আফগানিস্তান। এই জয়ের পর আত্মবিশ্বাসী আফগান অলরাউন্ডার মিরওয়াইস আশরাফ হুঙ্কার ছেড়ে জানিয়ে দিলেন, মাশরাফি-সাকিবদের বিপক্ষে কঠিন প্রতিরোধই গড়বেন তারা।

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশরাফ বলেন, 'বাংলাদেশ আইসিসির একটি পূর্ণ সদস্য দেশ, খুব মানসম্মত ও সম্মানজনক দল। তারা সব ডিপার্টমেন্টেই খুব শক্তিশালী। তবে আফগানিস্তানের বোলিংই হচ্ছে চাবিকাঠি। আমাদের লেগস্পিন, বাঁহাতি স্পিন এবং ভালো পেস বোলার আছে। তাই সামনের ম্যাচ খুব কঠিন হবে।'

নিজেদের বোলিং ডিপার্টমেন্টকেই শক্তিশালী বলে দাবী করে এই অলরাউন্ডার বলেন, 'বোলিং আমাদের শক্তির জায়গা। লেগ স্পিন, বাঁহাতি স্পিনার, অফ স্পিনার এবং পেসারদের নিয়ে বোলিংয়ে আমরা বেশ শক্তিশালী। এটা নিশ্চিত করে বলতে পারি সামনের ম্যাচগুলো কঠিন হবে।'

এই মাঠেই ২০১৪ সালের এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে তারা ৩২ রানে হারিয়ে প্রথম চমকে দিয়েছিল। সে দলেও ছিলেন আশরাফ। তবে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ সেটা মেনে নিয়েছেন ডানহাতি এই আফগান অলরাউন্ডার।

তিনি বললেন, 'আমি ওই দলে ছিলাম। আমরা আইসিসির পূর্ণ একটি দলকে হারিয়েছিলাম। এটা আমাদের জন্য বড় পাওয়া। তবে বাংলাদেশ এ মুহূর্তে বেশ ভালো অবস্থানে আছে।'

২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে