স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের তিনিই যেন মুখ। নেটে ব্যাটিং শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে তাঁকে নিয়ে স্থানীয় নেট বোলারদের হুড়োহুড়ি। না, অটোগ্রাফের জন্য নয়। সেলফি তোলার জন্য। হাসিমুখে নেট বোলারদের আব্দার মেটালেন। হাসিটা কি সত্যিই মন থেকে। মনে হয় না। কেনই বা হবে? দেশের হয়ে জীবনের প্রথম টোয়েন্টি ২০ শতরান, তাতেও জয় নেই। এই আক্ষেপটা হয়ত সারাজীবন থেকে যাবে রোহিত শর্মার।
জেপি ডুমিনি, ফারহান বেহারদিয়েনই ধরমশালায় তার শতরানের ইনিংসটা মূল্যহীন করে দিয়েছিলেন। কটকে গান্ধী–ম্যান্ডেলা সিরিজের দ্বিতীয় টোয়েন্টি ২০ ম্যাচের আগে রোহিতের গলায় শুধুই আক্ষেপ, শতরান করেও দল না জেতায়। বারাবাটি স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বসে রোহিতের মুখ থেকে সেই আক্ষেপের কথাই শোনা গেল।
ধরমশালার শতরানের প্রসঙ্গ উঠতেই তিনি বলে গেলেন, ‘ভাল ইনিংসটা মূল্যহীন হয়ে গেল। কারণ ম্যাচটা আমরা হেরেছি। সত্যিই হতাশ হওয়ার মতোই ব্যাপার। কত রান করলাম, সেটা কোনও ব্যাপার নয়, যদি দল না জেতে। প্রয়াসটা গণ্য হবে না।’ আক্ষেপের মাঝেও ঘুরে দাঁড়ানোর কথা রোহিতের মুখে, ‘আমি নিশ্চিত, কটকেই আমরা ঘুরে দাঁড়াব।’ ধীরে শুরু করলেও ‘টপ গিয়ার’–এ ওঠার ব্যাপারে রোহিতের বেশ সুনাম রয়েছে। যার প্রমাণ ধরমশালাতেও পাওয়া গেছে।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি