স্পোর্টস ডেস্ক : চলতি বছর কেএফসি বিগ ব্যাস লীগে টি-২০ লীগে হোবার্ট হারিকেন্সের হয়ে লংকান কিংবদন্তী কুমার সাঙ্গাকারার অংশগ্রহণটিকে স্মরনীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়।
সাঙ্গাকারর নামে একটি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হারিকেন্স ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শ্রীলংকার স্নাতকপুর্ব ও স্নাতকোত্তর ছাত্রদের মধ্যে এই বৃত্তিটি প্রদান করা হবে। হারিকেন্সের মহা ব্যবস্থাপক মাইকেল রবার্টস বলেন, ‘ভারত ও শ্রীলংকায় কুমার সাঙ্গাকারার শক্তিশালী অবস্থান রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক অনুসারী রয়েছে। তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আমরা তাকে শ্রীলংকা এবং ভারতে অনেকটা শুভেচ্ছাদূতের ভুমিকায় অবতীর্ণ করতে চাই। অস্ট্রেলিয়ায় আমরা দলকে অনুসরণ করলেও সেখানে খেলোয়াড়দের বেশি অনুসরণ করা হয়। গত বছর চ্যাম্পিয়ন্স লীগের খেলার অংশ হিসেবে হারিকেন দলের ভারত ও শ্রীলংকা সফরে প্রথম আমরা এ প্রমাণ পেয়েছিলাম। হারিকেন শুধু ক্লাবের প্রচার না ঘটিয়ে তাদের তাসমানিয়া প্রদেশকেও পরিচিত করতে চায়। আমাদের একজন খেলোয়াড়কে ব্যবহার করে হোবার্ট ও তাসমানিয়াকে বিশ্বব্যাপী পরিচিত করার জন্য আমরা এই যৌথ উদ্যোগ গ্রহণ করেছি।
কুমার সাঙ্গাকার হচ্ছেন বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তী ক্রিকেটার। আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার যুক্ত হওয়াটা দারুণ ব্যাপার।’
২৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান সংগ্রহকারী সাঙ্গাকারা ১৯৯৯ সালে ক্রিকেট ক্যারিয়ারের জন্য লেখাপড়া থামিয়ে দেবার আগমুহূর্ত পর্যন্ত কলোম্বো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।
ক্রীড়াঙ্গনে তিনি যোগ্যতার ছাপ রেখে জয় করেছেন ২০১২ সালের আইসিসির বর্ষ সেরা ক্রিকেটারের খেতাব। এছাড়া তিনি ২০১২ সালের বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার এবং ২০১১ ও ২০১৩ সালের বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের খেতাব লাভ করেন। ২০১১ ও ২০১৫ সালে বিখ্যাত উইজডেন সাময়িকীর শীর্ষ ক্রিকেটারের খেতাব পাওয়া সাঙ্গাকারা প্রথম কোন আন্তর্জাতিক খেলোয়াড় যিনি খেলার মধ্যে থাকা অবস্থায় কম বয়সে ইংল্যান্ডে কাউড্রে স্মারক বক্তৃতা দিয়ে ক্রিকেটাঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি