সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ১২:০৮:২০

বয়স বাড়লেও মনে রঙ কমেনি ম্যারাডোনার

বয়স বাড়লেও মনে রঙ কমেনি ম্যারাডোনার

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন গ্রেট তারকা ম্যারাডোনা যে এখন আগের মতই রেয়ে গেছেন তা আরেকবার টের পেল তার ভক্ত-সমর্থকরা। বয়সের সাথে পাল্লা দিয়ে মন মানসিকা পরিবর্তন হলেও তা দেখা যায়নি ম্যারাডোনার বেলায়।

তিনি যে এখনও আগের মত দ্রিবি পাগলামি করে বেড়ায় তা ফুটে উঠলো রোববার কিং পাওয়ার স্টেডিয়ামে।

রাগবি বিশ্বকাপের ‘সি’ পুলের ম্যাচে এদিন আর্জেন্টিনা ৪৬-১৬ ব্যবধানে হারায় টোঙ্গাকে। আর এই ম্যাচের পুরোটা সময়ই গ্যালারিতে থেকে বিনোদন দিয়েছেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। নিজের আসনে বসে কিংবা কখনো দাড়িয়ে, খালি হাতে কিংবা নিজের দেশের পতাকা হাতে সবসময়ই আনন্দ-উল্লাসে মেতেছিলেন তিনি।

তার এমন উদ্ভত পাগলামির কারণে স্টেডিয়ামে থাকা সমর্থকরা যে শুধু আনন্দিত হয়েছে তা কিন্তু নয়। অনেকে এতে বিরক্তও হয়েছে।
শুধু গ্যালারিতেই যে তা নয়, ম্যাচ শেষে রাগবি খেলোয়াড়দের ড্রেসিংরুমেও প্রবেশ করে আনন্দ-উল্লাস করেন তিনি। বল নিয়ে কখনো কখনো খেলোয়াড়দের বুকে জড়িয়ে ধরে আশির্বাদ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। তথ্যসূত্র: ডেইলি মেইল

৫ অক্টোবর,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে