স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানে অন্য রকম উত্তেজনা। দুই দেশের ক্রীড়া যুদ্ধের আগে থেকেই শুরু হয়ে যায় কথার লড়াই দুই দলের দর্শকদের মাঝে। এবার এ দলে যোগ দিলেন নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফ জাই।
ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচেই পাকিস্তানের জয় চায় মালালা।
ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, আমি চাই ভারত-পাকিস্তানের মধ্যে থাকা চলমান রাজনৈতিক সমস্যার সমাধান হোক। তবে ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচেই জয় পাক পাকিস্তান ক্রিকেট দল।
মালালা ভারতীয় তরুণীদের প্রশংসা করে বলেন, আমি খুব খুশি যে ভারতীয়রা আমাকে অনেক ভালবাসে, আমাকে সম্মান করে। তারা আমার ধর্ম কি, আমি কোথায় থাকি এটা না ভেবে আমার কাজের জন্য আমার পাশে দাঁড়িয়েছে। আর আমি অবশ্যই ভারত সফরে যাব।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু