স্পোর্টস ডেস্ক: আসন্ন ভারত সফরকে সামনে রেখে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘এ’ দলের ঘোষিত খেলোয়াড়দের মধ্যে একজন ছাড়া সবাই বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। সাবেক ও বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে দল সাজানোর পাশাপাশি কোচ হিসেবে ইমরান সরওয়ারকে বাদ দিয়ে নেওয়া হলো জিম্বাবুইয়ান হিথ স্ট্রিককে। এতোসব নতুন রদবদল সবকিছুই নাকি চান্দিকা হাতুরুসিংহের কারণে!
সাধারণত, এ দলের কোচিং স্টাফ থেকে শুরু করে সবকিছু নির্ধারণ করার দায়িত্বেই থাকেন বিসিবি সভাপতি। কিন্তু এই সফরে তার উল্টো কিছুই দেখলো বাংলাদেশ।
এ প্রসঙ্গে বোর্ডের একজন পরিচালক মনে করছেন ক্রিকেট বোর্ডের সংস্কৃতিটাই বদলে গেছে। অভিযোগ উঠেছে, কোচ এবং ম্যানেজার পরিবর্তন করে অপারেশন্স কমিটির চেয়ারম্যানকেও নাকি জানানো হয়নি।
তবে এখন পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই অনুশীলন করেন ‘এ’ দলের ক্রিকেটাররা। ‘এ’ দলেও ছায়া হয়ে কাজ করবেন হাতুরুসিংহে। দল গুছিয়ে দেবেন তিনি, কাজ করবেন হিথ স্ট্রিক।
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর