স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার ভয়ে অস্ট্রেলিয়ার মত দক্ষিণ আফ্রিকার প্রমিলা ক্রিকেট দলও বাংলাদেশ সফরে আসছেনা। সোমবার সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। আর এ নিয়ে বাংলাদেশি ক্রীড়াপ্রেমিদের মাঝে ছড়িয়ে পড়ে শঙ্কা। সবার মুখে একটা প্রশ্ন, হায় কি হতে যাচ্ছে? বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি? এমন ধারা চলতে থাকলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কি হবে?
এ ব্যাপারে সোমবার দুপুরে সাংবাদিকদেরকে বিসিবির বক্তব্য জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, ‘ওদের আসার কথা ছিল, কিন্তু নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে তারা জানতে চেয়েছে। আমরা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। ৯ তারিখে দুবাইতে আইসিসির মিটিং আছে, সেখানেই আমরা এ বিষয়গুলো তুলবো আলোচনার জন্য।’
বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার ব্যাপারে পাপন বলেন, 'বাংলাদেশ কোন জঙ্গি রাষ্ট্র নয়ন যে এখানে ক্রিকেট হবে না। আলোচনায় বসলে যেকোন সময় দক্ষিণ আফ্রিকার নারী দলের বাংলাদেশ সফর সম্ভব।'
৫ অক্টোবর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু