সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৭:০৩:২৭

জেগে উঠেছেন জুনায়েদ সিদ্দিকী

জেগে উঠেছেন জুনায়েদ সিদ্দিকী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের অপেনার জুনায়েদ সিদ্দিকী এখনো যে হারিয়ে যাননি, তা এবারের জাতীয় ক্রিকেট লীগের ম্যাচে তিনি নিজেই প্রমান দিয়েছেন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে নিজ দল রাজশাহীকে তিনি একাই জয়ের বন্দরে নিয়ে যাচ্ছেন।

সোমবার চট্টগ্রামের দেয়া ২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে রাজশাহী। কোন উইকেট না হারিয়ে দিন শেষে ৯৮ রান করেছে তারা। দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকি (৫৩) এবং নাজমুল হোসেন শান্ত (৪৫) মঙ্গলবার সকালে আবার ব্যাটিংয়ে নামবেন। জুনায়েদ প্রথম ইনিংসে করেছিলেন অপরাজিত ৮১ রান।

সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৭৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চট্টগ্রাম। দুই স্পিনার তাইজুল ও সানজামুলের বোলিং তোপে পড়ে তারা। দলের হয়ে ইয়াসির আলী সর্বোচ্চ ৬১ রান করেন। ৯২ বলে ১০টি চারের সাহায্যে এই রান করেন তিনি।

এছাড়া আগের দিনের সেঞ্চুরিয়ান ইরফান শুক্কুর ১০৮ বলে ৫৫ রান করেন। চট্টগ্রামের সেরা তারকা তামিম ইকবাল প্রথম ইনিংসে ০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হয়েছেন। রাজশাহীর পক্ষে সানজামুল ৩৯ রানে ৩টি এবং তাইজুল ৭২ রানে ৩টি উইকেটে পেয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে চট্টগ্রাম ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৩৮৩ রান করে। আর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ৩০৮ রান করে অলআউট হয়।
চূড়ান্ত স্কোর: চট্টগ্রাম- ৩৮৩ ও ১৮১ এবং রাজশাহী ৩০৮ ও ৯৮/০
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে