সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৭:২৮:৩৫

আইপিএল থেকে হারিয়ে যেতে পারে চেন্নাই ও রাজস্থান

আইপিএল থেকে হারিয়ে যেতে পারে চেন্নাই ও রাজস্থান

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের শর্ট ভার্সন পদ্ধতিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঠিক ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে আগামী আইপিএল থেকে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস এই দল দুটি হারিয়ে যেতে পারে। কারণ সম্প্রতি যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন, সেই শশাঙ্ক মনোহর দায়িত্ব নিয়েই ভারতীয় ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার সংকল্প নিয়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসার পর মনোহরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আইপিএলকে দুর্নীতিমুক্ত করা। দুর্নীতির কারণে আইপিএলের সিইও সুন্দর রমন ও ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ভাগ্য এখন মনোহরের হাতে।

২০১৩ সালের আইপিএল দুর্নীতিতে রমনের বিরুদ্ধে তদন্ত চলছে। গড়াপেটা মামলায় দুটি ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নির্বাসিত করেছে সুপ্রিম কোর্ট।

তবে এদের আইপিএল থেকে ছেঁটে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছে বোর্ডের হাতে। সুতরাং এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মনোহর। তাই বলা যায় পুরোপুরি অন্ধকারেই চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের ভাগ্য।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে