সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৮:০৮:০৯

নির্ধারণ হলো বিপিএলে মাশরাফি-আফ্রিদিদের সর্বোচ্চ পারিশ্রমিক

নির্ধারণ হলো বিপিএলে মাশরাফি-আফ্রিদিদের সর্বোচ্চ পারিশ্রমিক

স্পোর্টস ডেস্ক: সব ঠিক থাকলে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসর শুরু হতে যাচ্ছে। তাই টুর্নামেন্টকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্তা ব্যক্তিরা। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এবারের বিপিএলে মাশরাফি-আফ্রিদিদের তথা দেশি-বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্তও নেওয়া হয়েছে, দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ ৩৫ হাজার ডলার পাবেন। বিদেশিদের দেওয়া হবে ৭০ হাজার ডলার। তবে দেশিদের মধ্যে আইকন ক্রিকেটাররাই সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পাবেন।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ দাম ৭০ হাজার ডলার, সর্বনিম্ন ৩০ হাজার ডলার। স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ৩৫ হাজার ডলার, সর্বনিম্ব পাঁচ লাখ টাকা।’

আগামী সাত অক্টোবর বোর্ড মিটিংয়ে এগুলো অনুমোদন করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ওই মিটিংয়ে লটারির তারিখ, টিকিটের রেট, বিদেশি খেলোয়াড়দের মুল্য ও গ্রেড ও দেশি ক্রিকেটারদের মূল্য-গ্রেড ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।’

চলতি মাসের ৩১ তারিখে প্লেয়ার বাই চয়েস আয়োজন করার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, নভেম্বরের ২২ তারিখ থেকে বিপিএলের আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের কারণে তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে