সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৮:৫৩:৩৭

নতুন আফ্রিদির ঘূর্ণিতে পাকিস্তানের বিশাল জয়

নতুন আফ্রিদির ঘূর্ণিতে পাকিস্তানের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখে পাঠকদের মনে নিশ্চয় মনে আসতে পারে যে, পাকিস্তান দলে আফ্রিদির মতো হয়তো নতুন কোন মারকুটে ব্যাটসম্যান সুযোগ পেয়েছে। তাই না? আসলে শিরোনামের মূল অর্থ পুরোপুরি এমনটা না হলেও অনেকটাই সত্য। পার্থক্য শুধু আফ্রিদির নামের জায়গা বিলাল আসিফ। ঠিক ধরেছেন, বলা হচ্ছে পাকিস্তান দলে সদ্য অভিষেক হওয়া ক্রিকেটার বিলাল আসিফের কথা। তিনি ৩০ বছর বয়সে এসে জাতীয় দলে চান্স পেলেও যে কয়টি ম্যাচ খেলেছেন তাতে, বোঝায় যাচ্ছে তিনি আফ্রিদির চেয়েও অনেক উঁচু মানের অলরাউন্ডার। তার প্রমান জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচেও তিনি রেখেছেন। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন ওয়ানডে ক্রিকেট থেকে আফ্রিদি অবসর নিলেও পাকিস্তান হয়তো নতুন এক আফ্রিদির সন্ধান পেল।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে আজ বিলালের অলরাউন্ড নৈপূণ্যে সাত উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। এ জয়ের ফলে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান।

ম্যাচ সেরা বিলাল আসিফ এ দিন পাঁচ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ট্রসে হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে তাঁর ঘূর্ণিতেই লন্ডভন্ড হয়ে অলআউট হয়েছে মাত্র ১৬১ রানে। ৮৯ রান তুলতে একটা উইকেটও যারা হারায়নি, সেই তারাই পরের ৭২ রান তুলতেই হারাল ১০ উইকেট! ১ উইকেটে ১০০ থেকে ৭ উইকেটে ১৩৩—এখানেই জিম্বাবুয়ের সর্বনাশ। যেটি বিলালের হাতেই। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই দেখা পেয়ে গেলেন ৫ উইকেটের।

জিম্বাবুয়ের পক্ষে সিবাবা ৪৮, মুটুম্বামি ৬৭ ও জঙ্গোই ১৬ রান করেন। পাকিস্তানের পক্ষে বিলাল ৫টি, ইমাদ ওয়াশিম ৩টি, মোহাম্মদ ইরফান ১টি ও শোয়েব মালিক ১টি উইকেট লাভ করেন।  

বলের পর এখন ব্যাট হাতেও সামনে থেকে পথ দেখিয়েছেন বিলাল। ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার আহমেদ শেহজাদ ও বিলাল আসিফ দুজন মিলে ওপেনিং জুটিতেই  ৫৮রান তুলে বিদায় নেন বিলাল। আউট হওয়ার আগে বিলাল দলের জন্য করেন মূল্যবান ৩৮ রান।  পরে ৭৪ ও ১০৪ রানের মাথায় দ্রুত দুটি উইকেট পড়লে শেষের দিকে সিরিজ সেরা শোয়েব মালিক ও আসাদ শফিক দলের হাল ধরে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।
পাকিস্তানের পক্ষে বিলাল ৩৮, শেহজাদ ৩২, মোহাম্মদ হাফিজ ১৩, শোয়েব মালিক ৩৪ ও আসাদ শফিক ৩৮ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা, উইলিয়ামসন ও নিম্বু প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে