সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৯:০২:২২

মেসির ভাই আটক

মেসির ভাই আটক

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বে সেরাদের সেরা ফুটবলার আর্জেন্টিনার ফুটবল যাদুকর লিউনেল মেসির আপন ভাই মাতিয়াস মেসিকে আটক করেছে পুলিশ। মূলত অবৈধ অস্ত্র বহনের দায়ে অভিযুক্ত করা হয় তাকে। বার্সেলোনা তারকা লিওনেল মেসির ভাইয়ের গাড়ি থেকে পয়েন্ট ২২ ক্যালিবারের একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। গত শনিবার আর্জেন্টিনার দক্ষিণের শহর রোজারিওতে মাতিয়াসের গাড়ি তল্লাশি করা হয়।

ট্রাফিক পুলিশ তাঁর গাড়ি থামালে মাতিয়াস গাড়ির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এর পর পুলিশ তাঁর অডি এ-ফাইভ গাড়ি তল্লাশি করতে চাইলে তাতেও বাধা দেন। পুলিশ তখন তাঁর গাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করে। এটিরও কোনো বৈধ কাগজপত্র মাতিয়াসের কাছে ছিল না।
মাতিয়াসকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর পর চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্তি মেলে। মাতিয়াসের জন্য অবশ্য এমন ঘটনা নতুন নয়। ২০০৮ সালেও একবার রোজারিওতে হ্যান্ডগান বহন করার সময় গ্রেপ্তার হয়েছিলেন। সূত্র: ফক্স স্পোর্টস।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে