স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-২০ ও ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৬ বছর ধরে টেস্ট ক্রিকেটের বাইরে রয়েছেন। তবে তিনি এবার পুরোনো ফিটনেস ফিরে পাওয়ায় ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন। মাশরাফি মূলত জাতীয় লিগের ম্যাচ দিয়ে আবারো টেস্ট ক্রিকেটে ফেরার কথা ভাবছেন।
ফিটনেস জনিত কারণে গত ২০০৯ সাল থেকে সাদা পোশাক সরিয়ে রেখেছিলেন মাশরাফি। বলা চলে, বিশ্বকাপ থেকে পুরোনো রূপে পারফর্ম করছেন তিনি। তার হাত ধরেই ওয়ানডেতে ঐতিহাসিক সফলতা দেখিয়ে চলছে বাংলাদেশ দল।
এতকিছুর পরেও ঘুরেফিরে বারবার পুরোনো প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাশরাফিকে। আবারো টেস্টে ফিরবেন কিনা? নিজের ৩২ তম জন্মদিনে সুখবরটা নিজের মুকঝেই দিলেন। জানালেন, চলতি জাতীয় লিগ দিয়ে আবারো সাদা পোশাক গায়ে জড়াচ্ছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ মাস পর লংগার ভার্শনের ক্রিকেটে ফিরছেন তিনি।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, 'জাতীয় লিগের পরের রাউন্ডে খেলছি। ১০ তারিখ থেকে খুলনায় খেলা, প্রতিপক্ষ রংপুর। আরও একটি ম্যাচ খেলব এবার, তবে টানা দুটি খেলব না। আরেকটি খেলব পরে।'
এর মধ্য দিয়েই ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে ফেরার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। বললেন, 'ফিটনেস এখন খুব ভালো অবস্থায় আছে। এজন্যই সাহস পাচ্ছি ভাবতে যে, আবার হয়ত ফিরতে পারি টেস্টে। দেখি জাতীয় লিগে খেলে কী অবস্থা হয়।'
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ