স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি বরাবরই আগ্রাসী স্বভাবের। মাঠের ভেতর কিংবা মাঠের বাইরে সব জায়গাতেই তিনি কেমন যেন একটা রাগী মেজাজে থাকেন। তবে সব জায়গায় তার আগ্রাসী মনোভাব খাটবে না, সেটা হয়তো তিনি ভুলে গিয়েছিলেন। আর এই ভুলে যাওয়ার জন্যই হয়তো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঠ ছেড়ে দিয়ে কোহলিসহ দলের অন্য কয়েকজন ক্রিকেটারকে মাথা নিচু করে ড্রেসিংরুমে বসতে হলো।
ঘটনাটি ঘটেছে সোমবার। ভারতের অনুশীলন নির্ধারিত ছিল বিকেল পাঁচটা থেকে। অথচ তিনটায় মাঠে হাজির বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা। সঙ্গে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ব্যাট–প্যাড নিয়ে নেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কোহলি। নেমে পড়েন অনুশীলনে। নিজেদের অনুশীলনের নির্ধারিত সময়ে মাঠে নেমে ডি’ভিলিয়ার্সরা দেখেন একটি নেটের পাশে কোহলি, রাহানে ও বাঙ্গার। স্থানীয় ম্যানেজারকে ডেকে তৎক্ষণাৎ কোহলিদের নেট ছেড়ে দেওয়ার কথা বলেন দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার।
কোহলিরাই বা কি আর করবেন। কিটস ব্যাগ গুছিয়ে রওনা দিলেন সাজঘরের পথে। যতই গান্ধী–ম্যান্ডেলার নামে সিরিজ হোক, অহিংসার কথা বারবার উঠে আসুক, দক্ষিণ আফ্রিকা যে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, এই ঘটনাতেই প্রমাণিত। আসলে পেশাদারিত্বের যুগে ওসবের কোনও জায়গা নেই। নিজেদের দেশে এভাবে ব্যাকফুটে যেতে হবে, কোহলিরা স্বপ্নেও হয়ত ভাবেননি।
সূত্রঃ আনন্দবাজার
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ