স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বর্তমানে কতটা যে শক্তিশালী তা জিম্বাবুয়ে, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো হাড়ে হাড়ে টের পেয়েছে। তবে দেশের ক্রিকেটের এই উন্নতির পেছনের কারিগড় ঘরোয়া ক্রিকেটের আসরগুলো। ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণীর ম্যাচগুলোতে ভালো পারফর্মেন্স করে জাতীয় দলে মাঠ কাঁপাচ্ছে সৌম্য, মুস্তাফিজ, লিটন দাসের মতো ক্রিকেটার। জাতীয় দলের এই সব নায়কদের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফর্মেন্স করে এবার সরাসরি ‘এ’ দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন নামের এক উদিয়মান প্রতিভা।
অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে তার পথচলাটা খুব বেশি দিনের নয়। ম্যাচ খেলা হয়েছে মাত্র ১২টি। এরই মধ্যে হাঁকিয়ে বসেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। ব্যাটিংয়ের সব সামর্থেরই প্রমাণ দেয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের। তাই তো পুরষ্কার পেতেও দেরি হলো না। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক থাকার পুরষ্কার হিসেবে ‘এ’ দলে জায়গা মিলেছে তার।
আগামী ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে যাবে জিম্বাবুয়েতেও। এই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড্। তবে এবার আর জাতীয় দলের ক্রিকেটারদের প্রাধান্য দেয়া হয়নি। জাতীয় দলের ক্রিকেটার থাকলেও মোসাদ্দেক হোসেনদের মতো তরুণ ক্রিকেটাররাও জায়গা পেয়েছেন এই দলে।
জাতীয় দলের রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম, আল আমিন হোসেন ও জুবায়ের হোসেন এবারো ‘এ’ দলে আছেন। এরসঙ্গে যোগ করা হয়েছে মোহাম্মদ শহীদ ও তাইজুল ইসলামকে। জাতীয় দলে ঢোকার অপেক্ষায় থাকা মো. মিথুনও ডাক পেয়েছেন।
মোসাদ্দেক ছাড়া আরো কয়েকজন তরুণ ক্রিকেটার ‘এ’ দলের সঙ্গে সফরে যাবেন। আছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ চৌধুরী, সাকলাইন সজীবরা। এছাড়া স্ট্যান্ডবাই আছেন নুরুল হাসান, দেওয়ান সাব্বির, তাসামুল হক ও সানজামুল ইসলামরা।
এই সফরে দক্ষিণ আফ্রিকা রাজ্য দলের সাথে একটি দিনদিনের ও দুটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। এরপর জিম্বাবুয়ের সঙ্গে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
‘এ’ দল : সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, মো. মিথুন, আল আমিন হোসেন, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ, মাহমুদুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ চৌধুরী, সাকলাইন সজীব ও তাইজুল ইসলাম।
স্ট্যান্ডবাই : নুরুল হাসান, দেওয়ান সাব্বির, তাসামুল হক ও সানজামুল ইসলাম।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ