স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরের আগে দল নির্বাচন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) এবং নির্বাচকদের কাছে ক্ষমা চেয়েছেন বরখাস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স।
'বাইরের ইন্ধনে' শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচন করা হয়েছে বলে প্রকাশ্য সমালোচনা করায় সিমন্সকে বরখাস্ত করে ডব্লুআইসিবি। একই সাথে সাত দিনের মধ্যে তার এমন মন্তব্যের ব্যাখ্যাও চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আয়ারল্যান্ডের সাবেক এ মেন্টর এখন নিজের মন্তব্যকে ‘স্কুল সুলভ পাগলামি’ অভিহিত করে বোর্ডের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। সিমন্স বলেন, ‘দল নির্বাচন নিয়ে বাইরে কথা বলার আমার কোন সুযোগ নেই। কোনোভাবেই আমি এটা করতে পারি না। অতএব আপনাদের এবং সতীর্থ নির্বাচকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি।'
তিনি আরো বলেন, ‘আমি এটাকে কেবলমাত্র পাগলামির মুহূর্তে শিশু সুলভ আচরণ হিসেবে অভিহিত করতে পারি। এটা আমার চরিত্রের সাথে মানায় না। অতএব যেহেতু আমি আন্তরিকভাবে দুঃখিত তাই আমার ক্ষমা চাওয়া দরকার।’
তবে ক্ষমা চাইলেও লঙ্কান সফরে দলের সাথে সিমন্সের সম্ভাবনা কম। কেননা সাময়িকভাবে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব এলডিন ব্যাপ্টিস্টকে দেয়া হয়েছে।
সূত্রঃ স্পোর্টস৩৬০
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ