বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৬:১৭:০৩

বাংলাদেশে না এসে নিজ দেশেই সমালোচিত মরগ্যান

বাংলাদেশে না এসে নিজ দেশেই সমালোচিত মরগ্যান

স্পোর্টস  ডেস্ক: নিরাপত্তার অযুহাতে বাংলাদেশ সফরে না এসে ইংল্যান্ড ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগ্যান নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন।

তার বাংলাদেশে না আসার ব্যাপারটি সমর্থন করছে না খোদ ইংলিশরাই। ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন জনমত জরিপে এ তথ্য জানা গেছে।

টেলিগ্রাফের জনমত জরিপে এখন পর্যন্ত ভোট দেয়া ১০ হাজারের বেশি পাঠকের মধ্যে ৬০ শতাংশ মানুষই মনে করেন অধিনায়ক হিসেবে তার বাংলাদেশে যাওয়া উচিত ছিল।

এদিকে মরগ্যানের বদলে ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে যাওয়া জস বাটলার এরই মধ্যে সংবাদ সম্মেলনে নিরাপত্তার বিষয়ে ইতিবাচক কথা বলেছেন।

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে অবস্থান করছে। আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১২ অক্টোবর তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে। ২০ অক্টোবর চট্টগ্রামেই শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর।
 ০৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে