মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০১:৪২:৪১

বিপিএলে বিদেশি ও স্থানীয় ক্রিকেটারদের মূল্য নির্ধারণ

বিপিএলে বিদেশি ও স্থানীয় ক্রিকেটারদের মূল্য নির্ধারণ

স্পোর্টস ডেস্ক : আগামী ৩১ অক্টোবর হতে পারে বিপিএলের লটারি। তবে অন্য আসরের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার আর উন্মুক্ত নিলাম হবে না। ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতি চালুর পক্ষে এবারের আসরের অংশ নেওয়া দলগুলোর গভর্নিং কাউন্সিল।

বিসিবি পরিচালক ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ বলেন, স্থানীয় খেলোয়াড়দের মধ্যে যারা আইকন হবেন তাদের মূল্য হবে ৩৫ লাখ টাকা।  

সোমবার বিপিএল গর্ভনিংস কাউন্সিলের সভা শেষে এ.আর সিনহা জানান, তাদের কিছু প্রস্তাবনা রয়েছে, সেগুলো অনুমোদনের জন্য বুধবারের বোর্ড সভায় তুলবেন।

সিনহা বলেন, লটারির তারিখ, টিকেটের রেট, বিদেশি খেলোয়াড়দের মূল্য এবং গ্রেড, দেশি ক্রিকেটারদের মূল্য ও গ্রেড নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ ছাড়া একটি টেকনিক্যাল কমিটি গঠন করতে হবে। কারণ, বিপিএলে টেকনিক্যাল অনেক কিছু থাকে। এই কমিটিটি সাত তারিখেই হবে।

গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান জানান, ৩১ অক্টোবর খেলোয়াড়দের লটারি আয়োজন করার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ দাম হবে ৭০ হাজার ডলার, সর্বনিম্ন ৩০ হাজার ডলার। স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ৩৫ লাখ, সর্বনিম্ন পাঁচ লাখ টাকা। আমরা এগুলো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়ে দিব।

৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে