স্পোর্টস ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ব্রাজিল দলে পুনরায় ডাক পেয়েছেন সাবেক ফিফা বিশ্বসেরা খেলোয়াড় কাকা। লিভারপুলের ইনজুরি আক্রান্ত মিডফিল্ডার ফিলিপ কোটিনহোর স্থানে তাকে দলে ডাকা হয়েছে।
রোববার রাতে প্রকাশিত অফিসিয়াল বিবৃতিতে কটিনহোর ইনজুরির মাত্রা সম্পর্কে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অবশ্য নির্দিষ্ট করে কোন কিছু জানায়নি।
গত মাসে কোস্টা রিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩৩ বছর বয়সী তারকা প্লেমেকার কাকা ডাক পেলেও চিলি ও ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপবের ম্যাচের জন্য কোচ ডুঙ্গা প্রাথমিক ভাবে তাকে বিবেচনা করেননি।
বৃহস্পতিবার সানটিয়াগোতে ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করবে। পাঁচদিন পরে ফোরতালেজায় ভেনিজুয়েলাকে আতিথ্য দিবে দুঙ্গা বাহিনী।
মোনাকো রাইট ব্যাক ফ্যাবিনহোর পরিবর্তে বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার ডানি আলভেসকে দলে নেবার মাত্র একদিনের মাথায় নতুন করে কাকার নাম ঘোষনা করলেন দুঙ্গা।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি