বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৮:২৬:১৪

জাতীয় লিগে সোহরাওয়ার্দী শুভর ক্যারিয়ারের সেরা বোলিং

জাতীয় লিগে সোহরাওয়ার্দী শুভর ক্যারিয়ারের সেরা বোলিং

স্পোর্টস ডেস্ক: সোহরাওয়ার্দী শুভর ক্যারিয়ার সেরা বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সিলেটকে হারিয়েছে রংপুর। চতুর্থ ও শেষ দিন ঘরের মাঠে সিলেটের ইনিংস স্থায়ী হয় মাত্র ৭ ওভার। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকা রংপুর শেষ পর্যন্ত জিতেছে ৫৬ রানে। ম্যান অব দ্য ম্যাচ হন সোহরাওয়ার্দী শুভ।

দ্বিতীয় ইনিংসে সিলেটকে ৯৭ রানের গুঁড়িয়ে দিতে ৪৫ রানে ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার শুভ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার সেরা বোলিং। তৃতীয় দিনের দারুণ বোলিংয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন শুভ।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ৭৯ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিক দল। শেষ দিন আরও ৭৫ রান দরকার ছিল সিলেটের। অতিথিদের দরকার ছিল শেষ ৩ উইকেট।

ব্যাটিং দুরূহ উইকেটে সিলেটের আশা হয়ে টিকে ছিলেন অধিনায়ক অলক কাপালী। তাকে ফিরিয়েই দিন শুরু করে রংপুর। সাদ্দাম হোসেনের বলে মাহমুদুল হাসানকে ক্যাচ দিয়ে ফিরেন কাপালী। ইমরান আলীকে বোল্ড করে নিজের সপ্তম উইকেট নেন শুভ। শেষ ব্যাটস্যান আবু জায়েদকে বোল্ড করে রংপুরের জয় নিশ্চিত করেন সাদ্দাম।
০৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে