বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৯:৪২:৫২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের রান পাহাড়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের রান পাহাড়

স্পোর্টস ডেস্ক: আগের দুই ম্যাচ জিতে এমনিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তৃতীয় এবং শেষ ম্যাচে এসেও ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করে ফেলেছে তারা। আজহার আলি এবং বাবর আজমের জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ক্যারিবীয়দের সামনে ৩০৯ রানের লক্ষ্য বেধে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

আবু দাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা আজরা আলি আর শারজিল খানের ব্যাটে ভর করে। শুরুতেই দু’জন মিলে গড়ে ফেলেন ৮৫ রানের জুটি। ৩৮ রান করে শারজিল খান আউট হয়ে গেলে বাবর আজম আর আজহার আলি মিলে ১৪৬ রানের জুটি গড়েন। দলকে নিয়ে ২৩২ রান পর্যন্ত।

১০১ রান করে আজহার আলি আউট হয়ে গেলে অবশ্য পাকিস্তানের রানের গতি কিছুটা স্লথ হয়ে যায়। তবে, এরই মধ্যে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। ১১৭ রান করে আউট হন তিনি।

শেষ দিকে ২৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ এবং পাকিস্তানও ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৮ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২ উইকেট নেন আলজারি জোসেপ। ১টি করে উইকেট নেন জ্যাসন হোল্ডার, সুনিল নারিন, সুলেমান বেন এবং কিয়েরন পোলার্ড।
০৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে