বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১০:০০:১৩

আজ জিতলেই বিশ্বকাপে পাকিস্তান

আজ জিতলেই বিশ্বকাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে রানের পাহাড় গড়ছে পাকিস্তান। আবু ধাবিতে টসে জিতে তারা ব্যাট করতে নামে। ২০ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ১০৮ রান।

অধিনায়ক আজহার আলী ৫০ রান নিয়ে ক্রিজে রয়েছেন। আর আগের দুই ম্যাচে সেঞ্চুরিকারী বাবর আজম ১৫ রান করেছেন।
আউট হয়েছেন শারজিল খান। তিনি ৩৮ রান করেন।

এই ম্যাচে জিতলেই পাকিস্তানের র‌্যাংকিংয়ে উন্নতি হবে। সেক্ষেত্রে আর কোনো পতন না হলে তারা ২০১৯ সালের বিশ্বকাপে ওঠে যাবে। আর কপাল পুড়তে পারে ওয়েস্ট ইন্ডিজের।
আজ টসে জিতে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। পাকিস্তান ইতোমধ্যেই ২-০-এ এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। আজ জিতলে তারা প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে। সেইসাথে তাদের র‌্যাংকিং পয়েন্টও বাড়বে।

প্রথম দুটি ম্যাচে পাকিস্তান জিতেছে যথাক্রমে ১১১ ও ৫৯ রানে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের র‌্যাংকিং ৮। হোয়াইটওয়াশ হলে তাদের র‌্যাংকিং নেমে হবে ৯, আর জয়ী পাকিস্তানের ৮।
২০১৯ বিশ্বকাপে শীর্ষ ৮ র‌্যাংকধারী দল খেলবে সরাসরি। বাকি দলগুলো খেলবে বাছাই পর্বের মাধ্যমে। বাংলাদেশের র‌্যাংক ৭।
০৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে