বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৯:২৫:২৬

বাংলাদেশে আসার পর যে কারণে খুশি মুসলমান ক্রিকেটার মঈন আলী

বাংলাদেশে আসার পর যে কারণে খুশি মুসলমান ক্রিকেটার মঈন আলী

স্পোর্টস ডেস্ক: বিসিবি একাদশের সঙ্গে খেলে দারুণ জয় তুলে নিয়ে সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল। তবে তাদের জন্য দুঃখের ব্যাপার হলো, ম্যাচের পরের দিন তাদের আর প্যাকটিসের প্রতি আগ্রহ নেই বললেই চলে। অধিনায়ক জস বাটলার তো  কয়েকজনকে নিয়ে কুর্মিটোলায় গলফ খেলতে চলে গেলেন।

তবে অলরাউন্ডার মঈন আলী ছিলেন হোটেলেই। প্রস্তুতি ম্যাচে বোলিংটা মন মতো না হলেও দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। কাল হোটেলে ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে নিজের পারফরম্যান্স ও সিরিজ নিয়ে আশার কথাই বললেন মঈন।

বাংলাদেশে আসার পর থেকেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ায় কিছুটা খুশির আভাস দিলেন এই ইংলিশ ক্রিকেটাররা। পরশু অবশ্য মঈনের ব্যাটিং দেখে মনে হয়নি মানিয়ে নেওয়াটা খুব বড় চ্যালেঞ্জ। তবু মঈনের ধারণা ব্যাটিং প্র্যাকটিসটার দরকার ছিল তাঁর, ‘উইকেটে কিছু সময় কাটানো ও স্পিনারদের খেলা দরকার ছিল। নেটের তুলনায় ম্যাচের উইকেট অনেক ভিন্ন ছিল।’

উইকেটের সঙ্গে ধাতস্থ হলেও গরমের সঙ্গে এখনো পুরোপুরি মানাতে পারেননি মঈন। ফতুল্লায় ইংল্যান্ডের খেলোয়াড়দের শরীরী ভাষায় বেশ ভালোভাবেই বোঝা গেছে গরম কতটা কাবু করছে তাঁদের। মঈনের ভাষায়, ‘আমাদের আগে বোলিং করা দরকার ছিল। আমাদের এর সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন। ব্যাট করার আগে তো আমি ঘুমিয়েই গিয়েছিলাম! কঠিন একটা দিন ছিল, বিশেষ করে পেসারদের জন্য। কয়েকজনের শরীরে এখনো ব্যথা হচ্ছে।’

মঈন চান, পুরো সিরিজেই আগে বোলিং করুক ইংল্যান্ড। যুক্তিটা স্পষ্ট। পরে ব্যাটিং করাটাই সুবিধাজনক মনে হয় তাঁর কাছে, ‘ফ্লাড লাইটে ব্যাটিং করাটা অনেক সহজ মনে হয়েছে। পুরো সিরিজেই তা-ই হবে মনে হচ্ছে।’
৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে