বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৩:২৩:৫১

‘সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলবে পাকিস্তান’

 ‘সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলবে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক : ‘সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলবে পাকিস্তান’বলে উল্লেখ করেছেন পাকিস্তানের দলনেতা আজহার আলী।
 
গত বুধবার আবু ধাবিতে তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর তিনি এ মন্তব্য করেন। বুধবার পাকিস্তান জয়ী হয় ১৩৬ রানে। এর ফলে র‌্যাংকিংয়ে পাকিস্তান ৮-এ ওঠে এলো।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্বাগতিক দল এবং র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা অপর ৭টি দল খেলবে। পাকিস্তান ৮ নম্বর অবস্থান ধরে রাখতে পারলে তারা সরাসরি খেলতে পারবে।

এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের র‌্যাংক ছিল ৮। কিন্তু হোয়াইটওয়াশের পর তারা এখন ৯ নম্বরে নেমে গেল। তাদেরকে হয়তো বাছাই পর্বে খেলতে হবে। বাংলাদেশ রয়েছে ৭ নম্বরে। ফলে তারা সরাসরিই খেলতে পারবে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের ওডিআই র‌্যাংকিং হিসাব করে চূড়ান্ত ৮ দলের কথা ঘোষণা করা হবে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের অবস্থা খারাপ হতে থাকে।

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তারা আরো কঠিন অবস্থায় পড়ে। তবে আজহার আলী মনে করেন, এখন থেকে তারা আরো ভালো করবে। ঘুরে দাঁড়িয়ে ২০১৯ বিশ্বকাপে খেলবে তারা।
৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে