বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৩:২৬:১১

এভাবে ইচ্ছে করলে আপনিও উড়তে পারেন

এভাবে ইচ্ছে করলে আপনিও উড়তে পারেন

এক্সক্লুসিভ ডেস্ক: অসম্ভবকে সম্ভব করে দেখালেন ডেভিড মায়ম্যান। পূর্ব লন্ডনে টেমস নদীর উপরে ৪ মিনিট ধরে ৩০ মিটার উচ্চতায় উড়ে বেড়ালেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন কমার্শিয়াল পাইলট। আকাশে উড়ার জন্য ডেভিড মায়ম্যান ‘জেটপ্যাক’ নামে একটি প্রযুক্তি এনেছেন। ২০১৯ সালে ‘জেটপ্যাক’-কে বাজারে আনার কথা ডেভিড মায়ম্যান-এর।

তার আগে এটা ছিল ‘ট্রায়াল রান’। ‘ব্যাকপ্যাকের’ মতো ‘জেটপ্যাক’-কে পিঠে নিতে হয়। দু’হাতে থাকে গিয়ার এবং কন্ট্রোলার। সেই দিয়ে নিয়ন্ত্রিত হয় ‘জেটপ্যাক’। অ্যাভিয়েশন ডিজাইনার নেলসন টাইলারের সঙ্গে একটি সংস্থাও খুলেছেন ডেভিড। যার নাম ‘জেটপ্যাক অ্যাভিয়েশন’।

ডেভিডের দাবি, ইতিমধ্যেই আমেরিকার স্পেশাল ফোর্স-এর জন্য এমন কিছু ‘জেটপ্যাক’ সরবরাহের জন্য চুক্তি হয়েছে। এমন এক একটি ‘জেটপ্যাক’-এর দাম পড়বে ২,৫০,০০০ ডলার।-এবেলা
৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে