স্পোর্টস ডেস্ক : বর্ণবাদীদের লজ্জায় ডুবিয়ে আদিবাসী অস্ট্রেলিয়ানদের হয়ে অনন্য দৃষ্টান্তের জন্মদিলেন নর্থ কুইন্সল্যান্ড রাগবি দলের অধিনায়ক জোনাথন থার্সটন এবং তার ছোট্ট মেয়ে ফ্রাঙ্কি।
বর্ণবাদে জর্জরিত অস্ট্রেলিয়ার জাতীয় রাগবি লিগের শিরোপা জেতা নায়ক অশ্রুসিক্ত বাবার জয় উদযাপনে একটি ‘কালো’ পুতুল কোলে মাঠে হাজির হয় থার্সটন কন্যা। সামাজিক মাধ্যম এবং বিশ্বগণমাধ্যমে ছোট্ট ফ্রাঙ্কি ও তার কোলের কৃষ্ণাঙ্গ শিশুর পুতুলটি যেন বর্ণবাদের অভিশাপমুক্ত নতুন অস্ট্রেলিয় প্রজন্মের প্রতীকে পরিণত হয়েছে।
রোববার অস্ট্রেলিয়ার জাতীয় রাগবি লিগের ম্যাচটি ছিলো এমনিতেই বিশেষত্বে ভরপুর। কারণ শিক্ষাঙ্গন থেকে ক্রীড়াঙ্গনে বর্ণবাদের বিষ বাষ্পে জর্জরিত অস্ট্রেলিয়া।
এইতো কয়েক মাস আগেই বর্ণবাদী মন্তব্যের কারণে ক্ষোভের বশে একরকম অবসরেই চলে যান অস্ট্রেলিয়ান ফুটবল লিগের খেলোয়াড় অ্যাডাম গুডেজ।
এই অবস্থায় জাতীয় রাগবি লিগের ফাইনালে মুখোমুখি দুই দলের অধিনায়ক ছিলেন আদিবাসী।
চ্যাম্পিয়ন নর্থ কুইন্সল্যান্ড কাউবয়েজ দলের অধিনায়ক আদিবাসী জোনাথন থার্সটনের দলের সঙ্গে বেশ ভালোই লড়েছে আরেক আদিবাসী জাস্টিন হজেসের ব্রিসবেন ব্রঙ্কোস।-চ্যানেল আই অনলাইন
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে