বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৮:১৮:০৩

সকালে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা, লড়াই হবে কঠিন

সকালে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা, লড়াই হবে কঠিন

স্পোর্টস ডেস্ক: এক মাসের বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। সকাল পৌনে ৭টায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এর এক ঘণ্টা পর পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। টিটের ব্রাজিল খেলবে নিজেদের উত্তর-পূর্বাঞ্চলের শহর নাটালে।

এরই মধ্যে ম্যাচের পুরো টিকিট বিক্রি হয়ে গেছে। এই ম্যাচটি নিয়ে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। গত মাসে বাছাইপর্বের দুটি ম্যাচে কলম্বিয়া এবং ইকুয়েডরকে হারায় ব্রাজিল। এর ফলে ১৫ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চল থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।

ঘরের মাঠে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া ম্যাচটিতে মূল তারকা নেইমারকে পাচ্ছে ব্রাজিল। তবে লেফট-উইঙ্গার মার্সেলো আর মিডফিল্ডার ক্যাসেমিরো চোটে ভোগায় খেলছেন না। কোচ টিটে ইঙ্গিত দিয়েছেন, তার পছন্দের ফরমেশন ৪-১-৪-১ নিয়েই খেলবে ব্রাজিল।

ব্রাজিলের খেলা শেষ হতেই পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে এদুয়ার্দো বাউজার দলে নেই মেসি। কুঁচকির চোটে ভোগার কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন মেসি। মেসি না থাকলেও এই ম্যাচে ফিরছেন সার্জিও অ্যাগুয়েরো।

জুনে কোপা আমেরিকা খেলার পর আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামা হয়নি ম্যানসিটি স্ট্রাইকারের। তবে অ্যাগুয়েরো নন, মেসির পজিশনে খেলানো হতে পারে অ্যাঞ্জেল কোরেয়াকে। এই মুহূর্তে আট ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের তিনে থাকলেও আর্জেন্টিনার ভাণ্ডারে ব্রাজিলের মতো ১৫ পয়েন্টই আছে।

পেরুর মাঠে খেললেও পেরুর চেয়ে তুলনামূলকভাবে এগিয়ে আছে আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপের বাছাইপর্বের পর পেরু আর কখনোই নিজেদের মাটিতে আর্জেন্টিনাকে হারাতে পারেনি। এই ৩০ বছরে খেলা ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে সফরকারীরা, বাকি তিনটি শেষ হয়েছে ড্রতে।

পরের সপ্তাহে ১২ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেদিনই এর এক ঘন্টা পর ভোর ৬টায় ভেনিজুয়েলার প্রতিপক্ষ নেইমারের ব্রাজিল।
০৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এ পি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে