বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৮:৫৪:১৪

ইংলিশদের কাছে ভয়ঙ্কর যে চার টাইগার

ইংলিশদের কাছে ভয়ঙ্কর যে চার টাইগার

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে বাংলাদেশ দল বিপজ্জনক। ওয়ানডেতে টানা ছয়টা সিরিজেই জয় লাভ করেছেন টাইগাররা। ইংল্যান্ড দলও তাই স্বাগতিকদের সমীহ করছে। ইংলিশ মিডিয়া চুলচেরা বিশ্লেষণ করছে আসন্ন এই সিরিজ নিয়ে। সাকিব-মুশফিক-মাশরাফিদের নিয়ে সতর্ক তারা। বিশেষ করে ইংলিশদের কাছে ভয়ঙ্কর চার টাইগার। তারা কারা?

সাম্প্রতিক ফর্ম আর ইংল্যান্ডের বিপক্ষে অতীত পারফরম্যান্স বিশ্লেষণ করে ইংলিশ মিডিয়ার কাছে বাংলাদেশি চার ভয়ঙ্কর ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ! বাকিরাও যে জ্বলে উঠতে পারেন, সেটাও অস্বীকার করছে না তারা। তবে এই চার টাইগারকে নিয়ে ইংল্যান্ড শিবিরকে সতর্ক থাকতে বলেছে দেশটির মিডিয়া।  

সাকিব কী পারেন, তা প্রমাণ করার বাকি নেই! ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে তিনি দুর্দান্ত। দলের জয়ে অবদান রাখার তিনটি খাতেই তার অবদান উল্লেখযোগ্য। সেজন্যই তো তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। নিজের দিনে একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। তাই সাকিবকে সমীহ করছে ইংলিশরা।    

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২১৮ রান করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। রয়েছেন দুর্দান্ত ফর্মে। ইংলিশদের বিপক্ষে জ্বলে উঠতে পারেন দেশসেরা এই ওপেনার। তাই তামিমকে নিয়ে ইংলিশ মিডিয়ার সতর্কতা অবলম্বন করা যুক্তিযুক্তই।

৯ মার্চ, ২০১৫। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওই ম্যাচে ১৫ রানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ। অপরদিকে টাইগারদের কাছে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। যা হয়তো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ইংলিশদের। তাই মাহমুদউল্লাহকে নিয়ে সতর্ক থাকতে জস বাটলারদের পরামর্শ দিয়েছে ইংলিশ মিডিয়া।

এদিকে, বিশ্বকাপে ব্যাটিংয়ে যেমন আলো ছড়িয়েছিলেন মাহমুদউল্লাহ, তেমনি বোলিংয়ে দুর্দান্ত ফিনিশিংয়ের কাজটা করেছিলেন রুবেল হোসেন। দুর্ভাগ্য তার। ইনজুরি কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে ফিরলেও নিজেকে হয়তো সেভাবে মেলে ধরতে পারেননি। তাই ইংল্যান্ডের বিপক্ষে নেই ‘আলোচিত’ এই পেসার।

রুবেলের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে ত্রাস ছড়াতে পারেন তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলেছেন তিনি। দুর্দান্ত গতির পাশাপাশি লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করতে পারলে ইংল্যান্ডের দুঃখের কারণ হতে পারেন ২১ বছর বয়সী এই বোলার। সেজন্যই হয়তো তাসকিনকে আলাদা নজরে রাখতে বলছে ইংলিশ মিডিয়া।-জাগো নিউজ
০৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে