মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৫:৫৬:১৭

লজ্জাজনক হারের পর যেসব অজুহাত দিচ্ছেন ধোনি

লজ্জাজনক হারের পর যেসব অজুহাত দিচ্ছেন ধোনি

স্পোর্টস ডেস্ক : মাঠে বোতল উড়ে আসার বিষয়টিকে গুরুত্ব না দিলেও অজুহাতের অন্ত নেই মহেন্দ্র সিং ধোনির। কখনও বোলিং, কখনও ব্যাটিং। তবে বাস্তব সত্যটা মেনেই নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কী সেই বাস্তব সত্যটা। ভাল ক্রিকেট খেলতে না পারা। কলঙ্কিত বারাবাটিতে সদ্য ম্যাচ হেরে এসেছেন। চোখের সামনে দেখতে হয়েছে ভারতীয় কালিমালিপ্ত অধ্যায়।

মেনে নেওয়াটা কি সহজ? পারছেন না মিঃ ক্যাপ্টেন কুল। তাই তো হতাশা ফুটে উঠল প্রতিটা কথাবার্তায়, আচরণে। ম্যাচ শেষে বলে ভারতীয় দলের ক্যাপ্টেন বলে গেলেন, ‘সত্যিই আমরা ভাল ক্রিকেট খেলিনি। দু–দুটি রানআউট হয়েছে। এই জায়গাটাতে আমরা উন্নতি করতে পারিনি। সব মিলিয়ে আমরা ভাল ব্যাটিং করতে পারিনি।’

ধরমশালায় যেমন বোলারদের সমালোচনা শোনা গিয়েছিল ধোনির মুখে, কটকে আবার পাশে দাঁড়ালেন। বোলিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন তুলতেই বলে গেলেন, ‘বোর্ডে লড়াই করার মতো খুব বেশি রান ছিল না। তবু একটা কথা বলব, স্পিনাররা ভাল বোলিং করেছে। ওরাই আমাদের শক্তি। সামনের ম্যাচে বাকিদের সুযোগ দেব।’

অমিত মিশ্রকে না খেলানো প্রসঙ্গে ধোনি বলে গেলেন, ‘ওদের দলে বেশ কয়েকজন বাঁ–হাতি ব্যাটসম্যান রয়েছে। তাদের কথা ভেবে অমিতকে খেলানোর ঝুঁকি নিইনি। কারণ ভেতরে আসা বলে বাঁ–হাতিরা বেশ ভাল খেলে। তাই দুই অফস্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’

৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে