বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ১০:৫৫:৪৭

মাশরাফিও জয় দিয়ে শুরু করতে চায় ইংল্যান্ড সিরিজ

মাশরাফিও জয় দিয়ে শুরু করতে চায় ইংল্যান্ড সিরিজ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে গত চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই তিনটি জয়ই ইংলিশদের বিপক্ষে টাইগারদের একমাত্র সুখস্মৃতি। মুখোমুখি ১৬ লড়াইয়ে ইংল্যান্ড জিতেছে ১৩টিতে। সাম্প্রতিক রেকর্ড বিবেচনায় এগিয়ে আছে বাংলাদেশই। আগামীকাল শুক্রবার মিরপুরে শুরু হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে।

আজ সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক অবশ্য নিজেদের ফেভারিট বলতে নারাজ। তবে প্রথম ম্যাচ জিতে সিরিজে শুভ সূচনা করতে চায় দুদলই। এ সিরিজে ইংল্যান্ড দলে নেই জো রুট, অ্যালেক্স হেলস ও ইয়ন মরগানদের মতো অভিজ্ঞরা। তাহলে তো বাংলাদেশকে ফেভারিটই বলা যায়!

তবে এ ফেভারিট তকমা নিতে মোটেও রাজি নন ম্যাশ। তিনি বলেন, ‘প্রথমত খেলার কথা আগে থেকে বলা যায় না। তাদের বাকি ক্রিকেটাররা অনেক ভালো। যারা এসেছে তারা যোগ্য ও ভালো বলেই সুযোগ পেয়েছে। একই সঙ্গে তাদের কয়েকজন ম্যাচ উইনিং ক্রিকেটার, যারা একা হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারে। তাই আমাদের ফেভারিট বলা কঠিন।’

এদিকে ইংলিশ অধিনায়ক জস বাটলারও বাংলাদেশকে ফেভারিট বলেছেন।  তিনি বলেন, ‘পরিচিত কন্ডিশনে অবশ্যই বাংলাদেশ অনেক কঠিন প্রতিপক্ষ। দলটির সাম্প্রতিক সফলতাও সেই কথাই বলছে। নিশ্চিতভাবে তারাই ফেভারিট। আমাদের আন্ডারডগ বললেও খুব খারাপ বলা হবে না, আমার মনে হয় এই তকমাটাই আমাদের পক্ষে যায়।’

এই ম্যাচটিকে প্রতিশোধের ম্যাচ বলতেও নারাজ বাটলার। ‘বিশ্বকাপে তাদের (বাংলাদেশ) কাছে হেরেছিলাম আমরা। তবে সেটা ভিন্ন একটা দল ছিল। আমি এই ম্যাচটাকে প্রতিশোধ হিসেবে দেখছি না। তবে সেরা খেলাটাই খেলব এবং আশা করছি  প্রথম ম্যাচ জিতে সিরিজে ভালো শুরু করতে পারব।

প্রথাগতভাবে বড় দলগুলোর বিপক্ষে স্পিন আক্রমণ বাড়ায় বাংলাদেশ। তবে ম্যাশ জানালেন বাংলাদেশ এখন আর স্পিন নির্ভর দল নয়। মাশরাফি বলেন, ‘গত দুই বছর বাংলাদেশের উইকেট খুব বেশি টার্নিং ছিল না। আমরা স্পোটিং উইকেটে খেলেছি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। আমি তাই মনে করি না যে, আমরা শুধু স্পিনেই নির্ভর করব।

প্রথম ম্যাচ জিততে চান মাশরাফিও। ম্যাশ বলেন, 'তিন বিভাগেই ভালো লেখতে পারলে প্রথম ম্যাচে জয়টা অসম্ভব নয়।' শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হচ্ছে হচ্ছে প্রথম ওয়ানডে।
০৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে