বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ১১:৩১:০৩

বাংলাদেশিদের কষ্টে ব্যথিত ইংল্যান্ডের অধিনায়ক

বাংলাদেশিদের কষ্টে ব্যথিত ইংল্যান্ডের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে।

নিরাপত্তার এমন কড়াকড়িতে কিছুটা ভোগান্তিতে পড়েছে নগরবাসী। কারণ ইংল্যান্ড দল কোথাও যাওয়ার আগে আশপাশের সড়কের গাড়ি আটকে দেয়া হচ্ছে। ফলে সিগন্যালে আটকা পড়ছে অনেকে। আর এই বিষয়টি দৃষ্টি এড়ায়নি ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক জশ বাটলারের। এতে তিনি ভীষণ ব্যথিত ও দুঃখিত।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনি বলেন, আমাদের জন্য এখানকার মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে এটা ঠিক। কারণ মানুষদের এই কষ্ট আমি দেখেছি। এতে খারাপই লাগছে।

তবে এই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ইংল্যান্ড অধিনায়ক। তার ভাষ্য, আমাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো মানের। রাজধানীর গুলশানে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সে সময় বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়েই বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটাররা।
০৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এ পি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে